নয়াদিল্লি : ১০ বছরের খরা কাটিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। সেমিফাইনালে (T20 World Cup semi final) ইংল্যান্ডকে ৬৮ রানে উড়িয়ে দিয়েছে। টিম ইন্ডিয়ার এই জয় নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ। যদিও এই আবহেই ভারত-ইংল্যান্ড ম্য়াচের ( India vs England) পর 'ষড়যন্ত্রের' তত্ত্ব উস্কে দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে, 'ভারতীয় দলের জন্য গায়ানা অসাধারণ একটা মাঠ। তাই, এই ফল।' তাঁর এই মন্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েননি হরভজন সিংহ ও আর অশ্বিনরা। 


ভারত-ইংল্যান্ড ম্যাচের পর এক্স হ্যান্ডেলে ভন পোস্ট করেন, 'ত্রিনিদাদ সেমিফাইনাল পেয়ে ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে দিত এবং আমি বিশ্বাস করি যে ওরা সেই ম্যাচটা জিতে নিত...তাহলে ওরা যথেষ্ট ভাল খেলেনি বলে কোনও অভিযোগ উঠত না...কিন্তু গায়ানা ভারতের জন্য সুন্দর মাঠ।'



তাঁর এই পোস্টকে ট্যাগ করে পাল্টা হরভজন লেখেন, "আপনি কীজন্য মনে করছেন যে গায়ানা ভারতের জন্য ভাল ভেনু ? দুই দলই একই জায়গায় খেলেছে। ইংল্যান্ড টসে জিতেছে। যেটা তাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে দেয়। বোকা বোকা কথা বলা বন্ধ করুন। সব বিভাগেই ইংল্যান্ডের থেকে এগিয়ে গিয়েছে ভারত। এটা গ্রহণ করুন এবং এগিয়ে চলুন। আজেবাজে কথা নিজের মধ্যেই রাখুন। যুক্তি দিয়ে কথা বলুন, আজেবাজে নয়।"


 






সেমিফাইনালে ভেনু পাল্টানোর বিতর্ক আগেই উস্কে দিয়েছেন ভন। ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের আগে তিনি কিছু পোস্ট শেয়ার করে ইহ্গিত দেন, 'রোহিত শর্মার দলে ত্রিনিদাদে সেমিফাইনাল খেলার কথা ছিল। কিন্তু, পরে গায়ানায় ভেনু পাল্টানো হয়।'


ভনের মন্তব্য নিতে খোঁচা দিতে ছাড়েননি অশ্বিনও। তিনি গাণিতিক ব্যাখা দিয়ে লিখেছেন, 'এই কারণে ভারত জিতেছে।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।