টি২০ ২০২৬ বিশ্বকাপের সূচি প্রকাশ। আজ মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিডিউল ঘোষণা করা হয়। আইসিসি-র চেয়ারম্যান জয়শাহ-র তত্ত্বাবধানে হয় অনুষ্ঠান। একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। স্বভাবতই পরবর্তী যে প্রশ্নটা ভারতীয় ক্রিকেট-প্রেমীদের মনে উঁকি দেবে তা হল, চির-প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ কবে মুখোমুখি হচ্ছে ? উত্তর, ১৫ ফেব্রুয়ারি। কলম্বোয় হবে হাই-ভোল্টেজ এই ম্যাচ। একই গ্রুপে রয়েছে- আমেরিকা, নামিবিয়া ও নেদারল্যান্ড। বাংলার ক্রিকেট-প্রেমীদের জন্য রয়েছে সুখবর। কারণ, সেমিফাইনালের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কলকাতা ও মুম্বইয়ে। ফাইনাল ও একটি সেমিফাইনালের বিকল্প ভেনু হিসাবে রয়েছে কলম্বো। তবে, পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, সেক্ষেত্রে সেমিফাইনাল ১-এর ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়ামে। এমনকী পাকিস্তান ফাইনালে উঠলেও আমদাবাদ থেকে ম্যাচ চলে যাবে কলম্বোয়। উল্লেখ্য, পাকিস্তান তাদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্বকাপের মহারণ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ৮ মার্চ। তবে, পাকিস্তান যদি ফাইনালে ওঠে সেক্ষেত্রে ম্যাচ স্থানান্তরিত হয়ে যাবে শ্রীলঙ্কায়। 

Continues below advertisement


গ্রুপ পর্বে ভারতের কবে কার বিরুদ্ধে ম্যাচ ?


ভারত বনাম আমেরিকা- ৭ ফেব্রুয়ারি, মুম্বইয়ে


ভারত বনাম নামিবিয়া- ১২ ফেব্রুয়ারি, দিল্লি


ভারত বনাম পাকিস্তান- ১৫ ফেব্রুয়ারি, কলম্বো


ভারত বনাম নেদারল্যান্ড- ১৮ ফেব্রুয়ারি, আমদাবাদ


প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুই দল পৌঁছাবে সুপার ৮ পর্বে। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে- দিল্লি, আমদাবাদ, চেন্নাই, কলকাতা, মুম্বই, কলম্বো ও ক্যান্ডিতে। 


কোন গ্রুপে কোন দল ?


Group A: ভারত, পাকিস্তান, আমেরিকা, নেদারল্যান্ড, নামিবিয়া


Group B: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড ও ওমান।


Group C: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল ও ইতালি


Group D: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরশাহী।


Group B-তে রয়েছে দুই শক্তিশালী দল। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। বিশ্বকাপে জিম্বাবোয়ের প্রত্যাবর্তন হবে অন্যতম আয়োজককারী শ্রীলঙ্কার বিরুদ্ধে হাই-প্রোফাইল ম্যাচে।


Group C-তে রয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করেছে- ইতালি ও নেপাল। এই গ্রুপে ইংল্যান্ড ও ওয়েস্টইন্ডিজের মতো পূর্বতন চ্যাম্পিয়ন দল রয়েছে।


Group D: সম্ভবত সবথেকে শক্তিশালী দল হতে চলেছে। কারণ এতে রয়েছে- আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো টি২০-তে শক্তিশালী দল।


২০২৪ টি২০ বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। টি২০ ২০২৬ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়।