দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের মুকুটে যোগ হল আরও একটি পালক। ব্যাট হাতে আরও একটি বিশ্বরেকর্ড গড়লেন তিনি। পেরিয়ে গেলেন বিরাট কোহলিকে। বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে ৩৯ রানের লড়াকু ইনিংস খেলার পথে বাবর আজম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০০ রানের গণ্ডি টপকে যান। ইনিংস সংখ্যার নিরিখে তিনি বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই মাইলস্টোন পেরলেন।
এতদিন সবথেকে কম (৬৮) ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০০ রান করার রেকর্ড ছিল কোহলির নামে। বাবর এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন মাত্র ৬২টি ইনিংসে।
শুক্রবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। আর এই হার পাক সমর্থকরা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না। তার প্রমাণ পাওয়া গেল শোয়েব আখতারের (Shoaib Akhtar) পোস্ট করা একটি ভিডিওতে। আখতারের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ হারের পরে একটি শিশু সেটা কিছুতেই মানতে পারছে না। রীতিমতো কাঁদতে দেখা যায় তাকে। ভিডিওতে দেখা যায় বড়রা পাকিস্তানের জাতীয় দলের জার্সি পরা শিশুটিকে সান্তনা দিচ্ছেন। কিন্তু কিছুতেই বাচ্চাটির কান্না থামানো যায়নি।
বৃহস্পতিবার ম্যাথু ওয়েডের অবিশ্বাস্য ইনিংস পাকিস্তানের স্বপ্নভঙ্গ ঘটায়। পাকিস্তানের সেরা বোলার শাহিন আফ্রিদির শেষ ওভারে তিনটি ছক্কা মারতেই পাকিস্তান তাদের এবারের বিশ্বকাপ অভিযান শেষ করে। এরপরে গোটা পাকিস্তানে শোকের ছায়া নেমে আসে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আপনার দল ভালো খেললে এমনটাই হয়। ভক্তরা জড়িয়ে পড়ে। তাই এই বিশ্বকাপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’
এদিকে, টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরেই পাকিস্তানে রাতারাতি জাতীয় খলনায়কে পরিণত হয়েছেন পেসার হাসান আলি। হারের জন্য তাঁকেই দায়ী করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হচ্ছে হাসান আলিকে। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ট্যুইটারে ট্রেন্ডিং #INDwithHasanAli।