মুম্বই: সম্প্রতিই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউডের জনপ্রিয় ছবি নির্মাতা কর্ণ জোহর (Karan Johar) 'কুছ কুছ হোতা হ্যায়'-র (Kuch Kuch Hota Hai) ২৩ বছর পূর্তি উপলক্ষে পোস্ট করেছিলেন। এই ছবি দিলেই পরিচালনায় ডেবিউ করেন কর্ণ। বক্স অফিসে দারুণ সফল হওয়া 'কুছ কুছ হোতা হ্যায়' আজই দর্শকদের অত্যন্ত পছন্দের ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল এবং রানি মুখোপাধ্যায়। এই ছবিতে রানি মুখোপাধ্যায় এবং শাহরুখ খানের মেয়ের চরিত্রে অভিনয় করা ছোট্ট অঞ্জলিকেও ভুলতে পারেননি দর্শকরা। আজই দর্শকদের কাছে তিনি ছোট্ট অঞ্জলি হয়েই রয়েছেন। কিন্তু সেদিনের সেই ছোট্ট অঞ্জলি আজ কোথায়? কী করছেন? কেমনই বা দেখতে হয়েছে তাঁকে?
'কুছ কুছ হোতা হ্যায়' ছবির ছোট্ট অঞ্জলি আজ অনেক বড় হয়ে গিয়েছেন। তাঁর আসল নাম সানা সঈদ। ২৩ বছর পূর্তি উপলক্ষে কর্ণ জোহরের পোস্ট করা 'কুছ কুছ হোতা হ্যায়'-র পোস্টার শেয়ার করে সানা সঈদ লেখেন, 'ধন্যবাদ। আমি আমার এত বছরের জীবনে প্রায় হাজার খানেকবার আপনাকে ধন্যবাদ জানিয়েছি।'
আরও পড়ুন - Darsheel Safary Updates: 'তারে জমিন পর'-র ছোট্ট ইশানকে মনে আছে? কেমন দেখতে হয়েছে এখন তাঁকে?
এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে থাকেন সেদিনের ছোট্ট অঞ্জলী বা আজকের সানা সঈদ। 'কুছ কুছ হোতা হ্যায়' ছাড়াও তিনি আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। 'বাদল', 'হর দিল যো পেয়ার করেগা', 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার', 'ফাগলি' প্রভৃতি ছবিতে অভিনয় করে বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। এছাড়াও, টেলিভিশনের একাধিক ধারাবাহিক এবং শোয়ে দেখা গিয়েছে তাঁকে। চুটিয়ে অভিনয় করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন সানা। প্রায়শই তাঁকে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে নানা ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায়। তাঁর ফলোয়ার্সের সংখ্যাও চোখে পড়ার মতো। ফলে শিশুশিল্পী হিসেবে বলিউডে কেরিয়ার শুরু করা সানা আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী।