সিডনি: ক্রিকেটাররা প্রায়শই নিজেদের অবসর সময়ে গল্ফ খেলতে পছন্দ করেন। কপিল দেব, যুবরাজ সিংহ থেকে এবি ডিভিলিয়ার্সদের অতীতে গল্ফ খেলতে প্রায়শই দেখা গিয়েছে। বর্তমানের ক্রিকেটারদের মধ্যেও গল্ফ বেশ জনপ্রিয়। তবে এই গল্ফ খেলাই কাল হয়েছিল ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর। গল্ফ কোর্সে চোট পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেই (T20 World Cup) খেলতে পারছেন না তিনি। এবার অস্ট্রেলিয়ার জস ইংলিসও (Josh Inglis) গল্ফ খেলতে গিয়ে চোটের কবলে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন। 


গল্ফ খেলতে গিয়ে চোট


অস্ট্রেলিয়ার কিপার ব্যাটার ইংলিস বুধবারই (১৯ অক্টোবর) সিডনিতে গল্ফ খেলতে গিয়ে হাতে চোট পান। হাতে চোট লাগে ২৭ বছর বয়সি অজি তারকার। এর জেরেই তিনি বিশ্বকাপে খেলা হচ্ছে না ইংলিসর। অস্ট্রেলিয়া এই চোট নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ শুরুর মাত্র দিন দু'য়েক আগেই বাধ্য হয়েই দলে বদল ঘটাতে হল ক্রিকেট অস্ট্রেলিয়াকে। ইংলিসের বিরুদ্ধে দলে সুযোগ পেলেন তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green)। বিশ্বকাপের মূল দলে না থাকলেও, ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন গ্রিন।


ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে ফিঞ্চের সঙ্গে ওপেনিংয়ে বেশ প্রভাবিতও করেছিলেন তিনি। তিন ম্য়াচের সিরিজে দুইটি অর্ধশতরান করেছিলেন ২৩ বছর বয়সি গ্রিন। এই পারফরম্যান্সের সুবাদেই ইংলিসের পরিবর্তে বিশ্বকাপের মূল দলে জায়গা করে নিলেন গ্রিন। ইংলিস অজি দলে ম্যাথু ওয়েডের ব্যাকআপ কিপার হিসাবেও জায়গা পেয়েছিলেন। তবে গ্রিন ব্যাটিংয়ে পাশাপাশি বোলিং করেন। কিপিং করেন না তিনি। তাই ওয়েড কোনও কারণে চোটের কবলে পড়লে, তাঁর পরিবর্তে কে অজি দলের কিপারের ভূমিকা পালন করবে, সেই নিয়ে একটা ধোঁয়াশা রয়েইছে।


বিকল্প কিপার কে?


এক্ষেত্রে বিকল্প বলতে অস্ট্রেলিয়ার ১৫ জনের স্কোয়াডে একজনকেই দেখা যাচ্ছে। তিনি ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে আট বছর আগে তৎকালীন উইকেটকিপার ব্র্যাড হ্যাডিন আহত হলে, ওই টেস্ট ম্যাচে ডেভিড ওয়ার্নারকে কিপিং করতে দেখা গিয়েছিল। অবশ্য তারপরে তাঁকে কোথাওই কিপিং করতে দেখা যায়নি। খুব প্রয়োজন হলে সম্ভবত ওয়ার্নারই হয়তো উইকেটের পিছনে দস্তানা হাতে অস্ট্রেলিয়ার হয়ে দাঁড়াবেন। প্রসঙ্গত, শনিবার, ২২ অক্টোবর, সিডনিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।