সিডনি: তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন। মামলা চলছে। তবে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুণতিলকা (Danushka Gunathilaka) আরও বিপাকে। কারণ, যে মহিলা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন, তাঁর একটি বয়ান পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই মহিলা অভিযোগ করেছেন, যৌন হেনস্থার সময় তাঁকে বারবার শ্বাসরোধ করা হচ্ছিল। এমনকী, তিনি প্রাণ সংশয়ে ভুগছিলেন বলে পুলিশকে দেওয়া বয়ানে জানিয়েছেন ওই মহিলা।


ঘটনার পরের দিন তাঁর মস্তিষ্কে কোনও ক্ষতি হয়েছে কি না, তা জানার জন্য ওই মহিলার সিটি স্ক্যান করা হয়েছিল বলেও জানা গিয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ সূত্রে খবর, বিকৃত যৌনতার শিকার হয়েছিলেন বলে ওই মহিলা অভিযোগ করেছেন।


ঘটনার পরের দিন মনস্তত্ত্ববিদের কাছে যেতে হয়েছিল অভিযোগকারীকে। জানা গিয়েছে, তাঁর কান্না নাকি থামছিলই না, এতটাই ভীত সন্ত্রস্ত হয়েছিলেন। বারবার শ্বাসরোধ করার চেষ্টা হওয়ায় তাঁর মস্তিষ্কে ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা।


যদিও গুণতিলকার আইনজীবী গোটা ঘটনা এখনও অস্বীকার করেছেন। জানিয়েছেন, তাঁর মক্কেল নির্দোষ। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করেছে দানুষ্কাকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা বলেছেন, 'আমরা ওর পাশে আছি অবশ্যই।' কিন্তু কীভাবে, তা ব্যাখ্যা করেননি তিনি। তারপরই রীতিমতো বিবৃতি জারি করে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় দানুষ্কাকে।   


দানুষ্কা বারবার বিতর্কে জড়িয়েছেন। এবারেরটা মিলিয়ে তিন-তিনবার তাঁকে নির্বাসিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তার মধ্যে দুবার নির্ধারিত সময়ের পূর্বেই তাঁর নির্বাসন তুলে নেওয়া হয়েছিল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, 'অভিযোগের ওপর ভিত্তি করে অস্ট্রেলিয়ার আদালতের রায়ের পর আমরাও ব্য়াপারটা তদন্ত করে দেখব। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে রেয়াত করা হবে না। আমরা অস্ট্রেলিয়ার আদালতকে সব ধরনের সহযোগিতা করব'।


শ্রীলঙ্কার ব্যাটার গুনতিলকাকে সিডনি থেকেই গ্রেফতার করা হয়েছিল। এবারের টুর্নামেন্টে মাত্র ১টি ম্যাচই খেলেছেন তিনি। নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলেছিলেন তিনি। কিন্তু এরপর হ্যামস্ট্রিংয়ের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। 


আরও পড়ুন: চাপ বাড়তে পারে পাকিস্তানের, ফাইনালে ফিট হয়ে মাঠে নামতে পারেন ২ ইংরেজ তারকা