করাচি: আগামী ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হাইভোল্টেজ লড়াই। ভারত-পাক মহারণ। ২২ গজের এই যুদ্ধের উত্তাপ বেড়ে গিয়েছে। মাঠের লড়াইয়ের সঙ্গে মাঠের বাইরেও তা নিয়ে যুযুধান শুরু। তবে প্রাক্তন পাক ক্রিকেটার আকিব জাভেদ মনে করেন হেসেখেলে খুব সহজভাবেই পাকিস্তানকে বিশ্বকাপ যুদ্ধে হারিয়ে দেবে বিরাট কোহলির দল। 


আগামী ১৭ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। সংযুক্ত আরব আমিরশাহিতেই এই টুর্নামেন্টে খেলতে নামবে ভারতীয় দল। প্রাক্তন পাক পেসার ও পাক কোচ আকিব জাভেদ বলেন, 'আমার মনে হয় না যে ভারতীয় দলকে আলাদা কিছু করতে হবে। নিজেদের সাধারণ খেলা খেললেই ওঁরা পাকিস্তানকে হারাতে পারবে। কিন্তু পাকিস্তানকে যদি জিততে হয়, তবে সেইদিন তাঁদের সেরা খেলাটা খেলতে হবে। নইলে কোনও ভাবেই ম্যাচে ভারতকে হারাতে পারবে না। ভারতের কাছে বিরাট, হার্দিক, রাহুল, রোহিতের মতো ম্যাচ উইনার রয়েছে। এছাড়া জশপ্রীত বুমরাও দুর্দান্ত বোলার। যদি ওঁদের পুরো দলটাকে দেখা হয়, তাহলে ওঁরাই এবারের বিশ্বকাপ জয়ের জন্য অন্যতম দাবিদার।'


টি-টোয়েন্টি বিশ্বকাপের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে গত রবিবার। ২৪ অক্টোবর বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের জন্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির যে সমস্ত অংশের টিকিট বিক্রি করা হয়েছে, সেই জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্ল্যাটিনাম, সব টিকিট মুহূর্তে বিক্রি হয়ে গিয়েছে। বহু ভক্তই টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় হাহুতাশ করেছেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৫ টি ম্যাচ খেলা হবে। এই ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা হবে। এছাড়া মোট তিনটি শহরে এবার টুর্নামেন্টের ম্য়াচগুলো আয়োজিত হবে। সেগুলো হল দুবাই, আবু ধাবি এবং শারজা। ওমানেও টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজন করা হবে।


আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন কোন জার্সি পরে নামবেন বিরাটরা?