নয়াদিল্লি:বিভিন্ন ইস্যুতে আমেরিকা ও চিনের সঙ্গে যখন সংঘাত চলছে, তখন দক্ষিণ চিন সাগরে আন্তর্জাতিক জলসীমায় ‘অজ্ঞাত’ কোনও বস্তুতে ধাক্কা খেল মার্কিন নৌবাহিনীর পরমাণু চালিত সাবমেবিন। সংবাদসংস্থা এপি সূত্রে এই খবর জানা গিয়েছে। 


এ ব্যাপারে আমেরিকা কী বলেছে?


মার্কিন নৌসেনা আধিকারিকরা  বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে ওই ঘটনার বিস্তারিত জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় জীবনের পক্ষে ঝুঁকিপূর্ণ কোনও আঘাতের ঘটনা ঘটেনি। ওই সাবমেরিন পুরোদস্তুরই সক্রিয় রয়েছে। তবে কী ধরনের বস্তুতে ধাক্কা লেগেছিল, সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি। 


ইউএসএস কানেক্টিকাট নামের ওই সিউলফ শ্রেণীর পরমাণু চালিত সাবমেরিন পাঁচদিন আগে কোনও একটি বস্তুকে ধাক্কা খেয়েছিল। তবে ঘটনাটি গত বৃহস্পতিবারই এই ঘটনার কথা জানা গিয়েছে। অপারেশনাল নিরাপত্তার কথা মাথায় রেখে এর আগে ওই ঘটনার কথা জানানো হয়নি। 


সংক্ষিপ্ত বিবৃতিতে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পক্ষ থেকে ওই বস্তু সম্পর্কে বিশেষ কিছু বলা হয়নি। তবে, জানানো হয়েছে যে, কানেক্টিকাট নিরাপদ ও স্থিতিশীল অবস্থাতেই রয়েছে। সাবমেরিনের নিউক্লিয়ার প্রোপালশন প্ল্যানও অক্ষত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে সাবমেরিনের বাকি অংশে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে মার্কিন নেভি জানিয়েছে। পুরো ঘটনার তদন্ত হবে বলেও জানিয়েছে মার্কিন নেভি। 


মার্কিন নেভি সূত্রে খবর, ইউএসএস কানেক্টিকাট যখন দক্ষিণ চিন সাগরে রুটিন অপারেশন চালাচ্ছিল, তখনই এই ঘটনা ঘটে। সূত্রের খবর, জলের নিচে কোন বস্তুতে সাবমেরিনটি ধাক্কা খেয়েছিল, তা জানা যায়নি। তবে অন্য কোনও সাবমেরিন নিশ্চিতভাবেই নয় বলেই ওই সূত্রের খবর। এক আধিকারিক জানিয়েছেন, এটা কোনও ডুবে যাওয়া ভেসেল, কন্টেনার বা অন্য কোনও অজ্ঞাত বস্তু। 


জানা গেছে, ওই ধাক্কার প্রভাব সাবমেরিনে থাকা সবাই অনুভব করেছেন। দুই নাবিক সামান্য জখম হয়েছেন বলে ওই আধিকারিক জানিয়েছেন। আরও কয়েকজনের অল্পবিস্তর আঘাত লেগেছে। সাবমেরিনটি আরও পর্যবেক্ষণের জন্য গুয়াম বন্দরে পাড়ি দিয়েছে।