অ্যাডিলেড: ভারতীয় শিবিরে উদ্বেগ বাড়িয়েছে দীনেশ কার্তিকের (Dinesh Karthik) পিঠের চোট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগের ম্যাচ চলাকালীন পিঠে ব্যথা অনুভব করেছিলেন কার্তিক। তিনি মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। সেই ম্যাচের বাকি অংশে উইকেটকিপিং করেন ঋষভ পন্থ।


তারপর থেকেই ভারতীয় শিবিরে প্রশ্ন, কার্তিক কি টি-টোয়েন্টি বিশ্বকাপে আর মাঠে নামতে পারবেন? 


ভারতের পরের ম্যাচ ২ নভেম্বর। প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতীয় দল সূত্রে খবর, কার্তিকের চোট গুরুতর কিছু নয়। তবে ভারত-বাংলাদেশ ম্যাচে তিনি সম্ভবত খেলতে পারবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'পিঠের নীচের অংশে যন্ত্রণা রয়েছে কার্তিকের। তবে সেটা গুরুতর কিছু বলে শুনিনি। আমাদের মেডিক্যাল টিম ওকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছে। হিট ট্রিটমেন্ট ও মাসাজ থেরাপি চলছে। তাতে ওর অস্বস্তি কেটে যাবে দ্রুত। তাই ও বিশ্বকাপের বাইরে চলে গিয়েছে বলা যায় না।'


বিশ্বকাপের দলে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি বিগহিটার। একার হাতে ম্যাচ জেতাতে পারেন পন্থ। তাঁর দক্ষতা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিরাও আপ্লুত। টি-টোয়েন্টি বিশ্বকাপে পন্থকে বসিয়ে খেলানো হচ্ছিল দীনেশ কার্তিককে (Dinesh Karthik)। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পান ডিকে (DK)। তাঁর পরিবর্তে উইকেটকিপিং করেন পন্থ। ভারতীয় শিবির সূত্রে খবর, পিঠের ব্যথার জন্য বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না ডিকে। তাঁর পরিবর্তে খেলতে পারেন পন্থ।   


সেক্ষেত্রে সুবিধা হবে রাহুলের। কার্তিকের পরিবর্তে পন্থ খেললে রাহুলের পরিবর্ত কে হবেন? সেরকম কাউকে দেখা যাচ্ছে না। তাই বাংলাদেশের বিরুদ্ধে হয়তো আর একটা সুযোগ পাবেন রাহুল। সেই ম্যাচে রাহুল কেমন পারফর্ম করেন, দেখার অপেক্ষায় থাকবেন ক্রিকেটপ্রেমীরা।


অস্ট্রেলিয়ায় পন্থের পারফরম্যান্স ভাল। বিদেশের মাটিতে রুরকির ব্যাটার খেলেছেন একাধিক চোখধাঁধানো ইনিংস। বাউন্সি ও দ্রুত গতির উইকেট, যেখানে ভারতের অন্যান্য ব্যাটাররা সমস্যায় পড়েন, সেখানে ডাকাবুকো ব্যাটিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার নজির রয়েছে পন্থের। 


অন্যদিকে অস্ট্রেলিয়ায় চলতি বিশ্বকাপে এমনিতেই কার্তিকের খারাপ ফর্ম চলছে। দুই প্রস্তুতি ম্যাচে যথাক্রমে ১০ ও ২০ রান করেছিলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাট করেননি। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান পাননি। পাকিস্তানের বিরুদ্ধে ১ রান করে ফেরেন। প্রোটিয়াদের বিরুদ্ধে করেন ৬ রান। পন্থকে খেলানোর দাবি এমনিতেই জোরাল হচ্ছিল। ডিকের চোট হয়তো সেই অঙ্কটা কিছুটা সহজ করে দিল ভারতীয় শিবিরে।


আরও পড়ুন: হোটেলে রুমে ঢুকে ভিডিও আগন্তুকের! ক্ষোভে ফুঁসছেন কোহলি