মেলবোর্ন: বিরাট কোহলি না বাবর আজম। মহম্মদ রিজওয়ান না কি রোহিত শর্মা। আজ ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচের উত্তাপ এরমধ্যেই ছড়িয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকাদের ফের দেখা যাবে সম্মুখ সমরে। আজ কে কে থাকবেন নজরে?
বিরাট কোহলি: নিঃসন্দেহে এই নামটি তালিকায় থাকবেই। দীর্ঘ প্রতিক্ষার পর আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে সেঞ্চুরি হাঁকিয়েছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে শতরান হাঁকিয়েছেন তিনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পরই নেতৃত্ব হারাতে হয়েছিল কোহলিকে। এবার ব্যাটার বিরাটকে দুরন্ত ছন্দে দেখতে চান ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
মহম্মদ রিজওয়ান: গত বছর থেকেই এই ফর্ম্যাটে ধারাবাহিকভাবে রান করে আসছেন মহম্মদ রিজওয়ান। ২০২১ সালে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক ১৩২৬ রান করেছিলেন। এই মুহূর্তে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন এই ডানহাতি উইকেট কিপার ব্যাটার।
বাবর আজম: ৯২ ম্যাচে বাবর আজমের ঝুলিতে রয়েছে ৩২৩১রান। তিনিই টি-টোয়েন্টিতে পাকিস্তানের জার্সিতে সর্বাধিক রান সংগ্রাহক। গত বছর ৩০৩ রান করেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম। পাক অধিনায়কের দিকে এবারও নজর থাকবে।
শাহিন আফ্রিদি: এশিয়া কাপে খেলতে পারেননি। কিন্তু গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হেনেছিলেন শাহিন আফ্রিদি। প্রস্তুতি ম্যাচে আফগান ব্যাটারকে দুরন্ত ইয়র্কারে আহতও করেছিলেন এই বাঁহাতি তরুণ পেসার।
রোহিত শর্মা: অধিনায়ক হিসেবে নামবেন মাঠে। বাড়তি দায়িত্ব কাঁধে। সম্প্রতি খুব একটা ভাল ফর্মে নেই রোহিত শর্মা। কিন্তু ভারতকে বড় রান তুলতে হলে হিটম্যানের ওপেনে বড় ইনিংস খেলাটা খুবই দরকার।
সূর্যকুমার যাদব: টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দলের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার। কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার। মাঠের চারধার ধরে শট খেলার ক্ষমতা রাখেন সূর্যকুমার। স্ট্রাইক রেট দুর্দান্ত। প্রস্তুতি ম্যাচেও অর্ধশতরান হাঁকিয়েছেন। সূর্যকুমারের দিকেও এই বিশ্বকাপে নজর থাকবে।