মুম্বই: পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেই হারতে হয়েছে ভারতকে। শুধু হারই নয়। লজ্জার হার। ১০ উইকেটের প্রথমবার বিশ্বকাপের মঞ্চে হার। আবার পাকিস্তানের বিরুদ্ধেও প্রথমবার বিশ্বকাপে হার। টিম কম্বিনেশন, গেমপ্ল্যান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। বিরাট কোহলির নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। 


পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বোলাররা ১৭ ওভারে কোন উইকেট তুলতে পারেননি। প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান মনে করেন বিরাটের গেমপ্ল্যানেই গলদ ছিল। পাওয়ার প্লে তে বিরাট বোলিংয়ে নিয়ে এসেছিলেন প্রথম ওভারে মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারকে। কিন্তু জাহির মনে করেন যে, নতুন বলে জসপ্রীত বুমরাকে নিয়ে এলে ভাল হত। 


এক সাক্ষাৎকারে জাহির বলেন, 'মাঠে নামার আগে আমাদের দল বাছাই নিয়ে ভাবতে হয়। কিন্তু একবার মাঠে নেমে যাওয়ার পর আর তা নিয়ে ভাবার জায়গা থাকে না। কিন্তু সেই সময় গেমপ্ল্যান সাজাতে হয় ঠিক করে। আমার মনে হয় বুমরাকে অন্যভাবে ব্যবহার করা যেত। বুমরাকে যদি শুরুতেই নিয়ে আসা হত নতুন বলে তাহলে হয়ত ছবিটা অন্যরকমও হতে পারত। আমার মনে হয় বুমরাকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছিল দল।'


বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজেয় তকমা খুইয়েছে ভারত। রবিবার টি২০ বিশ্বকাপের মঞ্চে বলে-ব্যাটে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরে বাবর বাহিনী টেক্কা দিয়েছে বিরাট ব্রিগেডকে। আর ভারতের হারের পর থেকেই ট্রোল উপচে পড়ছে টিম ইন্ডিয়াকে নিয়ে। মেন ইন ব্লু-র দল নির্বাচন যেখানে সবথেকে বেশি আক্রমণের মুখে। আর খারাপ পারফরম্যান্সের জেরে সবথেকে বেশি ট্রোলের মুখে পেসার মহম্মদ শামি। ভারতীয় এই পেসারকে পড়তে হচ্ছে বিভিন্ন বিদ্রুপ মন্তব্যের মুখে। আর এই অবস্থায় শামি ও পুরো টিম ইন্ডিয়ার পাশে দাঁড়ালেন বাকি ক্রিকেটাররা। বর্তমান থেকে প্রাক্তন একাধিক ভারতীয় ক্রিকেটারই কোহলির দলের ওপর আস্থা রাখতে বার্তা দিয়েছেন সমর্থকদের। পাশাপাশি তাঁদের বার্তা এই হারের ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর দক্ষতা রয়েছে।


সচিন তেন্ডুলকার, বীরেন্দ্র সহবাগ থেকে ঋদ্ধিমান সাহা থেকে ইরফান পাঠান, সকলেই মুখ খুলেছে ভারতীয় দলের সমর্থনে। সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টারের বার্তা 'আমরা যখন ভারতীয় দলের হয়ে গলা ফাটাই তখন আমরা জার্সি চাপিয়ে খেলতে নামা সকলেরই ভাল পারফরম্যান্সের প্রত্যাশা রাখি। মহম্মদ শামি ভারতীয় দলের প্রতি যথেষ্ট দায়বদ্ধ এবং বিশ্বের অন্যতম সেরা বোলার, যে কোনও খেলোয়াড়ের মতোই একটা দিন ওঁর খারাপ গিয়েছে। যেটা খুবই স্বাভাবিক। আমার পূর্ণ সমর্থন মহম্মদ শামি ও ভারতীয় দলের সঙ্গে রয়েছে।' বীরেন্দ্র সহবাগ মজার ছলে একটি ছবি পোস্ট করে শামির প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন। যে ছবির ক্যাপশনে লেখা 'গতকালের হারের জন্য পাগলের মতো যাঁরা শামিকে দায়ী করছেন তাঁদের উদ্দেশ্যে নিশ্চয়ই এমনটাই বলছে শামি' দিয়ে তাঁর পোস্ট করা ছবিতে লেখা 'আপনাদের কথা আমি গুরুত্বই দিই না।'