মেলবোর্ন:  ২৩ অক্টোবর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। মেলবোর্নে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছেন প্রায় এক লক্ষ সমর্থক। এই ম্যাচ শুরু হতে এখনও ৪৮ ঘণ্টারও অধিক সময় বাকি থাকলেও, ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এরই মাঝে মেলবোর্নে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)।


মেলবোর্ন পৌঁছল ভারত


ভারতীয় দল বিশ্বকাপের আগে পারথে নিজেদের প্রথম আস্তানা তৈরি করেছিল। সেখানে পশ্চিম অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে দুই প্রস্তুতি ম্যাচ খেলে টিম ইন্ডিয়া। এরপরেই রোহিত শর্মারা ব্রিসবেনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে উড়ে যান। সেখানে অস্ট্রেলিয়াকে পরাজিত করলেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল করতে হয়। বিশ্বকাপ শুরুর আগে আর কোনও ম্যাচ নেই। তাই মেলবোর্নেই প্রথম ম্যাচ খেলার উদ্দেশে উড়ে যান রোহিতরা। বিসিসিআইয়ের তরফে ভারতীয় দলের ব্রিসবেন থেকে মেলবোর্ন যাত্রার ভিডিও পোস্ট করা হয়েছে।


 






সেই ভিডিও হার্দিক পাণ্ড্য, মহম্মদ সিরাজদের বেশ হাসিখুশি মেজাজে দেখা যাচ্ছে। বিরাট কোহলি, অর্শদীপ সিংহরা হাসিমুখে সমর্থকদের সেলফি, অটোগ্রাফের আবদারও মেটান। মেলবোর্নেই খানিকটা বিশ্রাম নিয়ে অনুশীলনে নেমে পড়বে ভারতীয় দল। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাঠে নামার জন্য উত্তেজনায় ফুটছেন ঋষভ পন্থ। তিনি বলেন, 'পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামাটা বরাবরই একটা ভিন্ন অনুভূতির, কারণ এই ম্যাচ ঘিরে উন্মাদনাটাই পৃথক হয়। শুধুমাত্র আমরা খেলোয়াড়রা নই, সমর্থকদের মধ্যেও এই ম্যাচ ঘিরে বিশেষ অনুভূতি কাজ করে। এই ম্যাচে খেলার অনুভূতিটা আর পাঁচটা ম্যাচের মতো নয়। চারিদিকে দর্শকে পরিপূর্ণ থাকে মাঠ। এমন সময় সকলের মাঝে জাতীয় সঙ্গীত গাওয়াটা বরাবরাই আমায় উত্তেজিত করে।'


বৃষ্টির আশঙ্কা


তবে ভারত-পাকিস্তানের মহারণের আগে চোখ রাঙাচ্ছেন বরুণদেব। রবিবার, ২৩ অক্টোবর মেলবোর্নে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মেলবোর্নে রবিবার বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় কোনও রিজার্ভ ডে নেই। তাই বৃষ্টিতে খেলা শুরু করা না গেলে ম্যাচ পরিত্যক্ত বলেই ঘোষণা করা হবে। অন্তত ৫ ওভার ম্যাচ হতেই হবে। বৃষ্টিতে ভারত-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছে। পণ্ড হয়েছে পাকিস্তান-আফগানিস্তান ওয়ার্ম আপ ম্যাচও। দুই দেশের ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা, ২৩ তারিখ যেন প্রকৃতি বাদ না সাধে। যেন ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে উত্তেজক লড়াই দেখার সুযোগ থেকে বঞ্চিত না হন ক্রীড়াপ্রেমীরা।


আরও পড়ুন: বিশ্বকাপে কোন অঙ্কে একসঙ্গে খেলানো যেতে পারে পন্থ-কার্তিককে, বুঝিয়ে দিলেন গাওস্কর