দুবাই: একদিনের হোক বা টি-২০, কোনও বিশ্বকাপেই এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে জয় পায়নি পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের রেকর্ড ১০০ শতাংশ। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। রবিবার এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই পাকিস্তানেরই মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির ভারত। তার আগে ভারতীয় দলকে এগিয়ে রাখছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক। তাঁর মতে, ভারতই এই প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক দল। ফলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতই এগিয়ে।


নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেছেন, ‘ভারতীয় উপমহাদেশের পরিবেশে ভারতই সবচেয়ে বিপজ্জনক ও শক্তিশালী দল। ভারতীয় দলেরই জয়ের সবচেয়ে ভাল সুযোগ রয়েছে। বিশেষ করে এই পরিবেশে। ওদের দলে বিশ্বের সেরা কয়েকজন টি-২০ ক্রিকেটার আছে। বিরাট কোহলিকে ছাড়াই অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে ১৫০-র বেশি রান তুলে জিতেছে ভারত।’


ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠের বাইরেও লড়াই। দু’দ লের সমর্থকরাই এই ম্যাচের আগে তেতে থাকেন। সীমান্তে উত্তেজনা, জঙ্গি হামলা, কূটনৈতিক সম্পর্কের প্রভাবও পড়ে এই ম্যাচে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কাশ্মীরে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধ ম্যাচ না খেলার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বিসিসিআই অবশ্য জানিয়ে দিয়েছে, খেলা হবে।


এই পরিস্থিতিতে ভারত-পাক ম্যাচ ঘিরে যথারীতি উত্তেজনা তুঙ্গে। এ প্রসঙ্গে ইনজামাম বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ ফাইনালের আগেই ফাইনালের মতো। এই ম্যাচ ঘিরে হাইপ তুঙ্গে। যে দল এই ম্যাচ জিতবে, তারা মানসিকভাবে অনেকটা এগিয়ে যাবে। পাকিস্তান দলও বেশ ভাল। ফলে রবিবার দারুণ ম্যাচ হবে।’


এবারের টি-২০ বিশ্বকাপের পরেই এই ফর্ম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এ প্রসঙ্গে ইনজামাম বলেছেন, ‘বিরাট কোহলির অধিনায়ক হিসেবে এটাই শেষ টি-২০ বিশ্বকাপ। ও নিশ্চয়ই ইতিবাচকভাবে শেষ করতে চাইবে। ও এরপর হয়তো শুধু ব্যাটিংয়ে মন দিতে পারবে। তাই আমার মনে হয়, ও ভাল সিদ্ধান্ত নিয়েছে।’


ভারতীয় দলকে শক্তিশালী ও বিপজ্জনক বলে উল্লেখ করলেও, রবিবারের ম্যাচে কারা জিতবে, সে বিষয়ে সরাসরি কিছু বলতে চাইছেন না ইনজামাম। তাঁর বক্তব্য, ‘আইসিসি প্রতিযোগিতায় কোনও ম্যাচের ফলের বিষয়ে আগাম কিছু বলা কঠিন। কারণ, যে কোনও দল অঘটন ঘটাতে পারে।’