দুবাই: আগামী রবিবার ভারত-পাক মহারণের উত্তাপ বাড়ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ২২ গজের লড়াই ঘিরে উত্তেজনা ২ শিবিরেও। মাঠের বাইরের লড়াইও শুরু হয়ে গিয়েছে এরমধ্যেই। পাকিস্তান দলের ব্যাটিং কোচ ম্যাথু হেডেন এরমধ্যেই সতর্ক করে দিচ্ছেন পাক দলকে ভারতীয় দলের আমনে সামনে হওয়ার আগে। ২ জন ব্যাটারের নাম নিয়েছেন হেডেন যারা পাকিস্তানের বোলিংয়ের সামনে মূল প্রতিবন্ধক হয়ে উঠতে পারেন।


এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেনকে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিযুক্ত করেছে পিসিবি। সুপার সানডের সুপার ডূপার মহারণের আগে হেডেন বলছেন, 'কে এল রাহুলকে আমি দেখছি অনেক দিন ধরেই। ওঁ পাকিস্তানের বোলিংয়ের সামনে সমস্যা তৈরি করতে পারে। ওঁর ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠাটা আমি দেখেছি। সংক্ষিপ্ত ফর্ম্যাটে ওঁর ব্যাটিং এখন অনেক উচ্চ স্তরের। এছাড়াও আমি ঋষভ পন্থের নাম বলব। হাত খুলে দারুণ খেলতে পারে ওঁ। বোলারের মনোবল নষ্ট করে দেওয়ার ক্ষমতা রয়েছে ওঁর।'


দুই দলই সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ দিয়ে যাত্রা শুরু করতে চলেছে টুর্নামেন্টে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই একে অপরের মুখোমুখি হবে। ভারত-পাকিস্তান ম্যাচের উন্মাদনা একেবারে আলাদা। ২৪ অক্টোবর মুুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তার আগে উন্মাদনায় ফুটছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। স্বাভাবিক ভাবেই এই ম্যাচকে ঘিরে নানা জল্পনা, চর্চা চলছে। তার মাঝেই দুই দেশের ক্রিকেট বিশেষজ্ঞ বা ক্রিকেটাররা নানা মন্তব্য করছেন। যাতে এই ম্যাচের পারদ হু হু করে আরও চড়ছে।


পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তনভীর আমেদ বলেছেন, ভারত নাকি চাপে রয়েছে। তাই তারা মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছে। যে মন্তব্যের পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তনভির আমেদ বলেছেন, ‘কোনও সন্দেহ নেই যে, খাতা-কলমে ভারত সেরা দল। যে ভাবে ওরা গোটা বিশ্বে দাপিয়ে ক্রিকেট খেলেছে। তবে ওদের সাম্প্রতিক পারফরম্যান্স দেখুন। প্রথমেই বলব বিরাট কোহলির কথা। ও তো মারাত্মক চাপেই রয়েছে। যে কারণে টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিতে চলেছে। ও বলেছে, ওর পারফরম্যান্সে প্রভাব পড়ছে বলেই ও আর টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবে না।’ পাক তারকা যোগ করেছেন, ‘ভারত হয়তো সত্যিই চাপে রয়েছে। সে কারণেই এমএস ধোনিকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছে। আইপিএলের দিকে দেখুন। যে দশ জন সেরা পারফরম্যান্স করেছে, তাদের কেউই বর্তমান ভারতীয় দলের সদস্য নয়। স্পিনার আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা খুব ভাল পারফরম্যান্স করেনি। স্বভাবতই ওদের একটা চাপ তো রয়েছেই।’