দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে দেখা যাবে বাংলাদেশকে? সে দেশের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীরা আপাতত এই প্রশ্ন নিয়ে উদ্বেগে ভুগছেন। মঙ্গলবার ওমানকে হারালেও স্বস্তিতে নেই বাংলাদেশ। এখনও তাদের ভাগ্য সরু সুতোয় ঝুলছে।


স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের পরাজয় সকলকে হতবাক করে দিয়েছিল। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে ওমানের বিরুদ্ধে জয়ের পথে ফিরেছে বাংলার টাইগাররা। তবে ম্যাচ জিতলেও দলের পারফরম্যান্স যে খুব আহামরি ছিল না, তা কার্যত স্বীকার করে নিচ্ছেন মাহমুদুল্লাহ।


বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ বলেছেন, ‘শাকিব আর নঈম দারুণ ব্যাট করায় আমরা ১৫০ রানের গণ্ডি টপকে গিয়েছিলাম। তবে আমাদের নতুন বলের বিরুদ্ধে আরও ভাল ব্যাট করা উচিত ছিল। যেসব জায়গায় ভুল হচ্ছে সেগুলো দ্রুতই শুধরে নেওয়ার দরকার। ডেথ ওভারে আমাদের বোলিংটা খারাপ হচ্ছে না। এছাড়াও আমাদের অনেক জায়গায়ই ভাল করেছি। সেইসব জায়গাগুলো থেকেই আমরা আত্মবিশ্বাস পাওয়ার চেষ্টা করব। তবে আরও অনেক উন্নতি করতে হবে।’


বাংলাদেশ পরের ম্যাচে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে জিতলেও তাদের সুপার ১২-এ জায়গা পাকা নয়। স্কটল্যান্ডের বিরুদ্ধে ওমান জিতলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে। তবে সেসব দিকে না ভেবে দিনের শেষে ম্যাচ জিতে খুশি বাংলাদেশ অধিনায়ক। ‘আমাদের নিঃসন্দেহে অনেক জায়গায় আরও উন্নতি করতে হবে। তবে দিনের শেষে ম্যাচটা জিতেছি আমরা। দেশের জন্য দেশের নাগরিকদের জন্য ভাল পারফরম্যান্স করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’


মঙ্গলবার ওমানকে ২৬ রানে হারিয়ে মূল পর্বের দৌড়ে রইল টাইগারেরা। নিজেদের শেষ ম্যাচ জিততে হবে মাহমাদুল্লাহদের। পাশাপাশি অপেক্ষা করে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের জন্য। তবেই মিলতে পারে মূল পর্বের টিকিট। মঙ্গলবার যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যে ম্যাচে মাহমাদুল্লাহদের ১৫৩ রানে অল আউট করে দিয়েছিল ওমান। ১৫৪ রান তুলে ওমান ম্যাচ জিতে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেত বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ওমানের শুরুটা ভাল হয়েছিল। একটা সময়ে ১১.১ ওভারে ২ উইকেটে ৮১ রান তুলে ফেলেছিল ওমান। তবে শেষ পর্যন্ত প্রত্যাঘাত করেন বাংলাদেশের বোলাররা। ২০ ওভারে ১২৭/৯ স্কোরে আটকে যায় ওমান।