অ্যাডিলেড: প্র্যাক্টিসে থ্রো ডাউনে ব্যাটিং করার সময় মঙ্গলবার চোট পেয়েছিলেন। নেট থেকে বেরিয়েও গিয়েছিলেন। সেই থেকে সকলেই রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে উদ্বেগে ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে (Ind vs Eng) সেমিফাইনালে নামতে পারবেন তো ভারতীয় দলের অধিনায়ক?
আশঙ্কা দূর করলেন রোহিত নিজেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগের দিন সাংবাদিকদের রোহিত বলেছেন, 'গতকাল চোট লেগেছিল। তবে এখন ঠিক আছি। কাল সামান্য ফুলে ছিল। ব্যথাও ছিল। তবে এখন পুরোপুরি ঠিক আছি।'
বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে মাঠে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। তার আগেই টিম ইন্ডিয়ার চিন্তা বাড়িয়েছিল অধিনায়ক রোহিত শর্মার চোট। মঙ্গলবার ভারতের অনুশীলনে চোট পান রোহিত (Rohit Sharma)। এই চোটের জেরে সেমিফাইনালে রোহিতের অংশগ্রহণ করা নিয়েও বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে ভারতীয় ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল যে, রোহিতের চোট গুরুতর নয়।
মঙ্গলবার ভারতীয় অনুশীলনে রোহিতকে আর পাঁচটা দিনের মতোই থ্রো ডাউন করছিলেন এস রঘু। সেই সময় এক শর্ট বল রোহিতের ডান হাতে লাগে। তীব্র যন্ত্রণায় দেখায় রোহিতকে। সঙ্গে সঙ্গেই অনুশীলন থামিয়ে নেট থেকে বেরিয়ে যান রোহিত। আহত জায়গায় বরফ লাগাতে দেখা যায় রোহিতকে। প্রায় আধ ঘণ্টা ধরে তিনি নিজের আহত জায়গায় বরফ লাগান। তারপরেই ফের নেটে ব্যাটিং করতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে। চোট লাগায় শুরুতে ভারতীয় দলের আশঙ্কা বাড়লেও, রোহিত আবারও ব্যাট করতে নামায় স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে।
বুধবার রোহিত নিজেই তাঁর খেলা নিয়ে যাবতীয় সংশয় মাঠের বাইরে ফেললেন। জানিয়ে দিলেন, চোট পেলেও এখন তিনি সুস্থ। ম্যাচে মাঠে নামতে আর কোনও সমস্যা নেই।
আরও পড়ুন: সেমিফাইনালের দলে পরিবর্তন? কী ইঙ্গিত দিলেন রোহিতদের হেড কোচ দ্রাবিড়?