কলকাতা: আজ হাইকোর্টে (Calcutta High Court) DA সংক্রান্ত আদালত অবমাননা-মামলার শুনানি। দুপুর ২টোয় বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে শুনানি হবে। হাইকোর্টে মামলা দায়ের করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ ও ইউনিটি ফোরাম, সরকারি কর্মীদের এই ৩টি সংগঠন।
আদালত অবমাননা-মামলার শুনানি: সরকারি কর্মীদের বকেয়া DA মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে, সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটেই, আজ হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি। গতকাল, বকেয়া DA-র দাবিতে, রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করল কর্মচারী সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। ১১ নভেম্বর, দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রত্যেক জেলার সদর শহরে অবস্থান বিক্ষোভ করবে তারা। কলকাতায় হবে পুরসভার সামনে। ১৯ ডিসেম্বের হবে উত্তরকন্যা অভিযান।২৭ জানুয়ারি রাজ্যজুড়ে গণছুটি ও অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক বিশ্বজিৎ মিত্র বলেন, “সরকার ইচ্ছা করে দেরি করছে, এটা চলতে পারে না, সরকারকে এর ফল ভুগতে হবে।’’
পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ।পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যে ৩৪ শতাংশ DA-র ফারাক ছিল, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায়, গত ২০ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে। রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানালেও ২২ সেপ্টেম্বর তা খারিজ করে দেয় আদালত। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই চৌঠা নভেম্বর, সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার।
অন্যদিকে, বকেয়া DA নিয়ে রাজ্য সরকার আদালতের নির্দেশ মানেনি, এই অভিযোগে রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালতকে হলফনামা দিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার জানিয়েছে, ২০০৯ সালের রোপা অনুযায়ী, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত DA দেওয়া রাজ্য সরকারের আর্থিক সামর্থ্যের বাইরেই শুধু নয়, অতিরিক্ত DA দিতে গেলে রাজ্যের অর্থনীতিতে বিপর্যয়মূলক প্রভাব পড়বে। এই প্রেক্ষিতে সরকারি কর্মীদের বাড়তি DA দিতে গেলে, রাজ্যের আর্থিক কর্মকাণ্ডের ওপর অপ্রত্যাশিত প্রভাব পড়বে এবং অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হবে। এর সঙ্গে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তাও উল্লেখ করা হয়েছে হলফনামায়। আজ বিচারপতি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে, এই মামলারই পরবর্তী শুনানি হবে।
আরও পড়ুন: Weather Update: বাড়বে শীতের আমেজ, সপ্তাহান্তে পারদ পতনের পূর্বাভাস বঙ্গে