কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দিয়েছিলেন রোহিত শর্মারা। দ্বিতীয় ম্যাচে ডাচ কাঁটাও উপড়ে ফেলেছিলেন অনায়াসে। কিন্তু পারথের গতিসম্পন্ন, বাউন্সি উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয় হজম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)।


যদিও একটা হারে উদ্বেগের কিছু দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেট বোর্ডের সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট সোমবার বাইপাসের ধারে এক অভিজাত হোটেলে সিএবি-র বার্ষিক সাধারণ সভায় গিয়েছিলেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, 'একটা হার কোনও ব্যাপার নয়। এখনও অনেক খেলা বাকি।' সেখানেই থেমে না থেকে ভারতকে সম্ভাব্য ফাইনালিস্ট হিসাবেও বেছে নিয়েছেন সৌরভ। বলেছেন, 'ভারতকে ফাইনালে দেখছি।'


টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইন আপের অন্যতম সেরা মুখ মনে করা হচ্ছিল কে এল রাহুলকে। দলের সহ অধিনায়কও তিনি। কিন্তু ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন কর্নাটকের তারকা। বিশ্বকাপের তিন ম্যাচে রাহুলের রান যথাক্রমে ৪, ৯ ও ৯। সব মিলিয়ে তিন ম্যাচে মোট ২২ রান করেছেন। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পরাজয়ের পর থেকে রাহুলকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার জোরাল দাবি তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে।   


টি-২০ বিশ্বকাপে ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ২ নভেম্বর সেই ম্যাচে সত্যিই কি বাদ দেওয়া হবে রাহুলকে? সৌরভ বলছেন, 'সেটা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। তবে রাহুলকে একটা ম্যাচে দেখে বিচার করা ঠিক নয়।'


 






আরও পড়ুন: হোটেলে রুমে ঢুকে ভিডিও আগন্তুকের! ক্ষোভে ফুঁসছেন কোহলি