মুর্শিদাবাদ: দলীয় কর্মীকে দিয়ে পা টিপিয়ে বিতর্কে কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। সরগরম মুর্শিদাবাদের (Murshidabad) রাজনীতি (Politics)। ভাইরাল ভিডিওয় (Viral Video) দেখা যাচ্ছে মুর্শিদাবাদের কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি  ও তৃণমূলের শ্রমিক সংগঠন  INTTUC’র জেলা সভাপতি পার্থপ্রতিম সরকারকে। তাঁর পা টিপে দিচ্ছেন দলীয় কর্মী। ছবি সামনে আসতেই অস্বস্তিতে পড়েছেন শাসক নেতা। কড়া সমালোচনা বিরোধীদের।                                                                             

  


এদিকে এই ঘটনা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূল নেতার এ হেন আচরণ নিয়ে বিজেপির আক্রমণ- খুব লজ্জার বিষয়, এটাই তৃণমূলের সংস্কৃতি। কান্দির বিজেপির মণ্ডল সভাপতি বিনীতা রায় বলেন, " দু তিন ধরে ফেসবুকে দেখছি এই ভিডিওটা। পা টেপাচ্ছেন ওই নেতা। যিনি পা টিপছেন তিনি চোখের জল মুছছেন। খুব লজ্জার। এটা বাস্তবেই তৃণমূলের সংস্কৃতি।" অন্যদিকে, এই প্রসঙ্গে মুর্শিদাবাদের কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, "এই নেতার একটি পরিচয় নয়। তিনি নাকি শ্রমিক ইউনিয়নেরও সভাপতি। এহেন সভাপতি নাকি দলীয় কর্মীকে দিয়ে পা টেপান। তা ভাইরালও হচ্ছে। তিনি বলছেন জাতীয় কংগ্রেসের চক্রান্ত। কোন নেতা তিনি, যে সেখানে জাতীয় কংগ্রেস যাবে ছবি তুলতে?"                                 


আরও পড়ুন, ‘আমার শরীর দিচ্ছে না', পার্থর আবেদন খারিজ আদালতে, বাড়ল জেল হেফাজতের মেয়াদ


এদিকে, ছবি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে শাসকদলের ওই নেতা।          


যদিও ওই নেতা বলেন, "একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে র‍্যাম্পে ওঠার সময় পা পিছলে যায়। পড়ে যাই। সঙ্গে সঙ্গে সেখানকার কর্মীরা অফিস ঘরে একটা সোফায় বসায়। ডান পায়ে বরফ জল দেন। ছুটে আসে সকলেই যে বাপিদার পায়ে লেগেছে। সেই ছবি হয়তো কেউ তুলেছে। সেই ছবি এডিটিং করে, সেই ছবি ভাইরাল করে বিরোধীরা অপপ্রচার করছে। এই ঘটনা নিয়ে পাল্টা কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও তৃণমূল নেতা পার্থপ্রতিম সরকারের।