দুবাই: ২০১২, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তাঁর অবদান ছিল বিশাল। কিন্তু ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০ রানে হারতে হয়েছে বৃহস্পতিবার। আর এর সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া পাকা ক্যারিবিয়ানদের। তার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডোয়েন ব্র্যাভো।
আগামী শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন ব্র্যাভো। ৩৮ বছরের এই ক্যারিবিয়ান অলরাউন্ডার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমার মনে হয় সময় চলে এসেছে। প্রচুর চড়াই উতরাই পার করে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ বছর ধরে খেলেছি। পিছন ঘুরে তাকালে এতদিন ধরে ক্যারিবিয়ান লোক এবং আমাদের এলাকার প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। আমাদের যুগের যে সব ক্রিকেটাররা রয়েছে, তাঁরা বিশ্বক্রিকেটে নিজেদের ছাপ ছাড়তে সক্ষম হয়েছে এবং পাশপাশি খেতাবও জিতেছে। এর জন্য আমি গর্বিত।’ ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ৯০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১২৪৫ রান করার পাশপাশি ৭৮টি উইকেটও নিয়েছেন তিনি। ২০১৮ সালে প্রথমবার অবসরের ঘোষণা করলেও, ব্র্যাভো ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রত্যাবর্তন ঘটান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এরমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সুপার ১২-তে চার ম্যাচে খেলতে নেমে ৩টিতেই হেরেছে। ফলে সেমিতে যাওয়া কোনওভাবেই সম্ভব নয় ক্যারিবিয়ানদের। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১৮৯ রান তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান পর্যন্তই যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে ৪ ওভার বল করে ৪২ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। ব্যাট হাতে যদিও মাত্র ২ রান করেছিলেন। শিমরন হেটমায়েরে ৫৪ বলে ৮১ রানের অপরাজিত ঝোড়ো ইনিংসও ক্যারিবিয়ানদের জয় এনে দিতে পারেনি।
আরও পড়ুন: আজ ২২ গজের লড়াইয়ে স্কটল্যান্ডের সামনে বিরাটরা, কখন? কোথায় দেখবেন ম্যাচ?