অ্যান্টিগুয়া : অ্যান্টিগুয়ায় ইতিহাস রচনা করলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স। দ্বিতীয় অস্ট্রেলিয়ান ও সর্বোপরি সপ্তম বোলার হিসাবে টি২০ বিশ্বকাপ ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি।


এদিন অ্যান্টিগুয়ায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ৮-এর ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে নেন অস্ট্রেলিয়ার পেসার। পরপর ২ ওভারে তিন উইকেট তুলে নেন তিনি। 


নিজের তৃতীয় ওভারের শেষ ২টি ডেলিভারিতে পরপর ২টি উইকেট তুলে নেন কামিন্স। এরপর শেষ ওভারের প্রথম বলেও উইকেট নেন তিনি। শেষ ওভারে শর্ট ফাইন লেগে তৌহিদ হৃদয়কে ক্যাচ আউট করেন।


৩১ বছরের এই পেসারের আগে প্রথম অস্ট্রেলিয়ান হিসাবে এই মাইলফলক ছুঁয়েছিলেন ব্রেট লি। তিনিও এই নজির গড়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধেই। এই ক্লাবে আর যেসব বোলার রয়েছেন তাঁরা হলেন- কার্টিস ক্যাম্পহার (২০২১), ওয়ানিনডু হাসারাঙ্গা (২০২১), কাগিসো রাবাডা (২০২১), কার্তিক মেয়াপ্পান (২০২২) ও জশ লিটল (২০২২) 


যেমনটা বরাবর করে ওঠেন। এদিনও তার অন্যথা হল না। ইনিংসে শুরুতেই, বলা ভাল তৃতীয় বলে তানজিন হোসেনকে তুলে নেন মিশেল স্টার্ক। আর এর সঙ্গে সঙ্গে নয়া রেকর্ড গড়লেন তিনি। পেরিয়ে গেলেন শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গাকে। একদিনের ও টি২০ বিশ্বকাপে সবথেকে বেশি উইকেটের শিকারি এখন তিনি। 


তবে, লিটন দাস ও অধিনায়ক নাজমুল হোসেন শান্টোরর ব্যাটিংয়ে ভর করে ম্যাচে ফিরে আসেন টাইগাররা। চতুর্থ ওভারের শুরুতেই জশ হ্যাজেলউডকে বিশাল ছক্কা হাঁকান শান্টো। এরপর পঞ্চম ওভারে ২টি চার। পাওয়ার শেষ অবধি টিকে থাকে এই জুটি। ৯ ওভারে দাসকে তুলে নেন জাম্পা। ড্রিঙ্কস বিরতির আগে শেষ ডেলিভারিতে রিশাল হোসেনের উইকেট খুইয়ে ফেলে বাংলাদেশ। নিয়মিত ব্য়বধানে একের পর এক উইকেট হারাতে থাকে টাইগাররা। মাঝের ব্যাটিং অর্ডারে কার্যত কোনও পার্টনারশিপপ গড়ে তুলতে পারেনি।


১৩ তম ওভারে শান্টোকে তুলে নেন জাম্পা। ৩৬ বল খেলে ৪১ রান করেন বাংলাদেশের অধিনায়ক। এই উইকেটের পতনের পর বিশাল চাপ বাড়ে বাংলাদেশের মিডিল অর্ডারের ওপর। ১৮ তম ওভারে দুটি উইকেট তুলে নেন কামিন্স। এরপর ২০ ওভারের শুরুতে তুলে নেন হৃদয়কেও। অর্থাৎ, ওভারের ব্যবধানে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। টুনার্মেন্টের প্রথম হ্যাটট্রিক এটি। তাঁর বোলিং পরিসংখ্যানও নজরকাড়া রইল এধিন। চার ওভার বল করে ২৯ রান খরচ করে তুলে নিলেন ৩টি উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে তিনি টি২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন। এর আগে বাংলাদেশের বিরুদ্ধেই একই নজির গড়েছিলেন ব্রেট লি।


অন্যদিকে, বাংলাদেশের হয়ে হৃদয়ের ২৮ বলে ৪০ রানে ভর করে ১৪১ -এর লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হন টাইগাররা। ৮ উইকেট খুইয়ে ১৪০ রান করে বাংলাদেশ।