বার্বাডোজ: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্য়াচে অর্ধশতরান হাঁকয়েছিলেন। আফগানিস্তানের (IND vs AFG) বিরুদ্ধেও ২৩ বলে ৫৮ রানের ঝকঝকে ইনিংস। ম্য়াচ জেতানো পারফরম্য়ান্সের পুরস্কার হিসেবে প্লেয়ার অফ দ্য ম্য়াচের অ্য়াওয়ার্ডও (Man Of The Match) জিতেছেন। আর তার সঙ্গে সঙ্গেই এক নজির গড়ে ফেললেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ৬৪ ম্য়াচ খেলে সর্বাধিক ১৫ বার ম্য়াচের সেরা হওয়ার রেকর্ড গড়লেন এই ডানহাতি ব্যাটার। তালিকায় সমসংখ্যক প্লেয়ার অফ দ্য ম্য়াচ পুরস্কার পেয়েছেন বিরাট কোহলিও। তিনিও ১৫ বার প্লেয়ার অফ দ্য ম্য়াচ হয়েছেন। কিন্তু তিনি মোট ১২০ ম্য়াচ খেলেছেন। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচে নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান সূর্যকুমার।
ম্য়াচের পর সূর্য বলছেন, ''এই ইনিংসটার পেছনে রয়েছে অনেকটা কঠোর পরিশ্রম ও রুটিন। ধাপে ধাপে এই পর্যায়ে পৌঁছেছি। আমি নিজের খেলা সম্পর্কে জানতান। ঠিক কি করতে চাইছি, সব পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল। প্লে অফ দ্য ম্য়াচের পুরস্কার কোনও বোলার পেলেও আজ কিছু মনে করতাম না (বুমরার দিকে তাকিয়ে মুচকি হাসি)। আমার ও হার্দিকের পার্টনারশিপটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ম্য়াচের পরিস্থিতি অনুযায়ী আমরা দুজনেই ব্যাটিং করেছিলাম। ১৮০ রান বোর্ডে ওঠায় বেশ খুশি হয়েছিলাম।''
সুপার এইটের মহারণে আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ রানে জয় ছিনিয়ে নিল ভারত। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮১ রান বোর্ডে তুলে নেয় ভারত। জবাবে রান তাড়া করতে নেমে ১৩৪ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান শিবির। ভারতের হয়ে বুমরা ৪ ওভারের স্পেলে ১ ওভার মেডেন দিয়ে মাত্র ৭ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। ভারত এর পরের ম্য়াচে খেলতে নামবে বাংলাদেশের বিরুদ্ধে আগমী শনিবার।
এদিনের ম্য়াচে ওপেনে নেমে ব্যর্থ হন রোহিত শর্মা। তিনি মাত্র ৮ রান করেন। এমনকী ২৪ রান করলেও ২৪টি বল খরচ করেন বিরাট কোহলিও। তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠবেই। তবে কুলদীপ যাদব চলতি টুর্নামেন্টে প্রথম সুযোগ পেয়েই ২ উইকেট নেন।