নয়াদিল্লি: কোচের পর থেকে এবার অবসর ঘোষণা করলেন মাথিয়াস বো। প্যারিস অলিম্পিক্সে খেলছিলেন ভারতের চিরাগ শেট্টি- সাত্ত্বিক সাইরাজ জুটি। এই জুটির কোচ হিসেবেই দায়িত্ব সামলাচ্ছিলেন মাথিয়াস। কিন্তু চিরাগরা অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পর এবার কোচের পদ থেকেও সরে দাঁড়ালেন তিনি। মাথিয়াসের আরও একটি পরিচয় তিনি বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর স্বামী। মাথিয়াসের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর খবরে কিছুটা মজা করেই তাপসী পান্নুর বার্তা সংসারের হাল ধরার। 


প্যারিস অলিম্পিক্সে এবার দুরন্ত গতিতে এগিয়ে চলেছিলেন চিরাগ শেট্টি-সাত্ত্বিক সাইরাজ জুটি। কিন্তু পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ২১-১৩, ১৪-২১, ১৬-২১ ব্যবধানে হেরে যান ভারতীয় জুটি। মাথিয়াস নিজে লন্ডন অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। গত টোকিও অলিম্পিক্সের আগেই চিরাগদের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন। এরপর থেকে গত চার বছর ধরে এই ডাবলস জুটির কোচ হিসেবে নেপথ্যে থেকে কাজ করে গিয়েছেন। 


সাত্ত্বিক-চিরাগকে শুভেচ্ছা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম পোস্টে বো লিখেছেন, ''আমি অনুুভব করতে পারি এই যন্ত্রণা। আমি ভালই বুঝতে পারি যখন নিজেদের সীমা অতিক্রম করেও অনেক পরিশ্রমের পর সাফল্য আসে না, তখন কেমন মনে হয়। কত চেষ্টা তোমরা করেছ ভারতে পদক নিয়ে আসার, কিন্তু সময়টা তোমাদের হাতে ছিল না। তবে তোমাদের গর্বিতবোধ করার অনেক কারণ রয়েছে। অনেক কঠোর পরিশ্রম করেছ এই পদক জয়ের জন্য। চোট নিয়ে লড়াই করেছ। ব্যথা কমাতে ইঞ্জেকশন নিয়েছ। তোমাদের দায়বদ্ধতা নিয়ে কোনওদিনই প্রশ্ন উঠবে না।'' এরপরই প্রাক্তন অলিম্পিয়ান আরও বলেন, ''শেষ কয়েক বছরে তোমরা অনেক প্রতিযোগিতায় জিতেছ। আগামী দিনেও অনেক ম্য়াচ ও ট্রফি জিতবে তোমরা। তবে আমার কোচিং কেরিয়ার এখানেই শেষ করছি। আমি দেশে বা দেশের বাইরেও কোথাও কোচিংয়ে যাচ্ছি না এখন। ব্যাডমিন্টন কোর্টে প্লেয়ার ও কোচ হিসেবে অনেকটা সময় কাটিয়েছি। কোচ হিসেবে দায়িত্ব নিয়ে চেষ্টা করেছি তা সঠিকভাবে পালন করার। অনেক খাটনির কাজ। এখন আমি ক্লান্ত। ব্যাডমিন্টন সংস্থার প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। অনেক ভাল স্মৃতি থাকবে। জয় হিন্দ।''