তাইপেই: দুরন্ত ফর্মে এইচ এস প্রণয়। চলতি তাইপেই ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এই ভারতীয় শাটলার। বিশ্বের ৯ নম্বর প্রণয় এদিন হারিয়ে দেন বিশ্বের ৯৫ নম্বর ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বী টমি সুগিয়ার্তোকে। খেলার ফল প্রণয়ের পক্ষে ২১-৯, ২১-১৭। তবে প্রণয় জয় পেলেও হেরে গেলেন পারুপালি কাশ্যপ। ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে চ্য়াম্পিয়ন এই ভারতীয় শাটলার চাইনিস তাইপের প্রতিদ্বন্দ্বী সু লি ইয়াংয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেন। কাশ্যপ ম্যাচে হেরে যান ১৬-২১, ১৭-২১ ব্যবধানে।
প্রতিযোগিতার তৃতীয় বাছাই প্রণয় এদিন প্রথম গেমেই টানা ১৫-৫ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। ধারাবাহিকতা বজায় রেখেই শেষ পর্যন্ত প্রথম গেম জিতে যান প্রণয়। দ্বিতীয় গেমেও একটা সময় ৩-১০ ব্যবধানে পিছিয়ে ছিলেন প্রণয়। সেখান থেকেই ১৫-১৫ সমতা ফেরান ভারতীয় শাটলার। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন তিনি।
অবসরের পথে বোপান্না?
ভারতের তারকা টেনিস প্লেয়ার রোহন বোপান্না (Rohan Bopanna) তাঁর কেরিয়ার নিয়ে বড় বার্তা দিলেন। চলতি বছর সেপ্টেম্বরে আয়োজিত হতে চলেছে ডেভিস কাপ (Davis Cup 2023)। মরক্কোর বিরুদ্ধে দেশের মাটিতে খেলতে নামবে ভারত। সেই ম্যাচেই হয়ত শেষবার ডেভিস কাপের (Davis Cup 2023) মঞ্চে খেলতে দেখা যাবে ভারতকে। বোপান্না চেয়েছিলেন বেঙ্গালুরুতে নিজের ঘরের মাঠে শেষ ম্য়াচ খেলতে। কিন্তু অল ইন্ডিয়া টেনিস ফেডারেশন আগেই ভেন্যু হিসেবে উত্তরপ্রদেশের নাম ঘোষণা করায় সেখানেই খেলতে হবে বোপান্নাকে।
দেশের হয়ে সবচেয়ে বেশি ৫৮টি ম্যাচে অংশ নিয়েছেন লিয়েন্ডার পেজ। তালিকায় রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায় (৪৩), রামানাথন কৃষ্ণন (৪৩), প্রেমজিৎ লাল (৪১), আনন্দ অমৃতরাজ (৩৯), মহেশ ভূপতি (৩৫) ও বিজয় অমৃতরাজ (৩২)। ডেভিস কাপে নামার নামার সঙ্গে সঙ্গে অমৃতরাজকে টপকে যাবেন বোপান্না।