নিউ দিল্লি : দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। আজ ইতি পড়ে সেই লড়াইয়ের। প্রয়াত 'দ্রোণাচার্য' কোচ তারক সিনহা। কিংবদন্তি এই কোচের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন বীরেন্দ্র সহবাগ। ট্যুইটারে প্রশংসায় ভরালেন তাঁকে।
ট্যুইটারে বীরু লিখলেন, "ওস্তাদজি #তারক সিনহার মৃত্যুতে ব্যথিত। তিনি সেইসব বিরল কোচের মধ্যে অন্যতম যিনি ভারতকে এক ডজনের বেশি টেস্ট ক্রিকেটার দিয়েছেন। ছাত্রদের মধ্যে তিনি যে শিক্ষা ছড়িয়ে দিয়েছিলেন, তা ভারতীয় ক্রিকেটকে প্রভূত সাহায্য করেছে। তাঁর পরিবার এবং ছাত্রদের সমবেদনা জানাই। ওম শান্তি।"
দিল্লি ক্যাপিটালসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, "খুবই দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, কোচ তারক সিনহার মৃত্যু হয়েছে। দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত এই কোচ দিল্লিতে সনেট ক্লাবের প্রতিষ্ঠা করেছিলেন। যে ক্লাব দীর্ঘদিন ধরে ভারতের টপ ক্রিকেটারদের আস্তানা ছিল। তাঁর পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাই।"
তাঁর হাতেই গড়ে উঠেছিলেন একে একে মনোজ প্রভাকর, অতুন ওয়াসন, আকাশ চোপড়া, আশিস নেহরা, শিখর ধবন, ঋষভ পন্থের মতো ক্রিকেটাররা। সেই 'দ্রোণাচার্য' কোচ তারক সিনহা ৭১ বছর বয়সে আজ প্রয়াত হন। কিংবদন্তি এই কোচ দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।
দিল্লির সনেট ক্লাবের কোচ ছিলেন তারক। তাঁর হাত ধরেই পথ চলা শুরু হয়েছিল ক্লাবের। সেই ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে তারকা সিনহার প্রয়াণের খবর প্রকাশ্যে আনা হয়েছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, 'সনেট ক্লাবের প্রতিষ্ঠাতা তারক সিনহা শনিবার রাত ৩টে নাগাদ প্রয়াত হয়েছেন। দীর্ঘ প্রায় ২ মাস ধরে ফুসফুসে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। দিল্লি ও জাতীয় ক্রিকেট দলে প্রচুর প্রতিভা তারক সিনহার হাত ধরে উঠে এসেছে। আমরা তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা এই পুরো সময়টায় পাশে ছিলেন।' দিল্লি ও রাজস্থানে তারক সিনহার চিকিৎসা চলছিল। দেশের পঞ্চম ক্রিকেট কোচ হিসেবে দ্রোণাচার্য সম্মানে ভূষিত হয়েছিলেন তারক সিনহা। তাঁর আগে এই তালিকায় ছিলেন, দেশপ্রেম আজাদ, গুরচরণ সিংহ, রমাকান্ত আচরেকর ও সুনীত শর্মা। শুধু ছেলেদেরই নয়, মহিলা ক্রিকেটের কোচ হিসেবেও কাজ করেছেন তারক সিনহা।