দুবাই : মনোজ প্রভাকর, আকাশ চোপড়া, আশিস নেহরা, শিখর ধবনর মতো ক্রিকেটাররা তৈরি হয়েছেন তাঁর হাতে। তাঁর তত্ত্বাবধানে ক্রিকেটের পাঠ নিয়েছেন তিনিও। গায়ে তুলেছেন ভারতের জার্সি। শুধু কোচ হিসেবে নন, তাঁর জীবনে তারক সিনহার ভূমিকা আরও বেশি। তাঁকে সন্তানের মত যত্ন করেছেন। প্রিয় কোচের মৃত্যুর পর এভাবেই তাঁকে স্মরণ করলেন ঋষভ পন্থ।


ট্যুইটারে পন্থ লিখেছেন, আমার মেন্টর, কোচ, মোটিভেটর, আমার সবথেকে বড় সমালোচক এবং সবথেকে বড় ভক্ত। আপনি আমাকে সন্তানের মত ভালবাসা দিয়েছেন। আমি ভেঙে পড়েছি। যখনই মাঠে নামব, আপনি আমার সঙ্গে থাকবেন। আপনার জন্য প্রার্থনা রইল। আপনার আত্মার শান্তি কামনা করি, তারক স্যার। 


দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। আজ ইতি পড়ে সেই লড়াইয়ের। প্রয়াত 'দ্রোণাচার্য' কোচ তারক সিনহা। দিল্লির সনেট ক্লাবের কোচ ছিলেন তারক। তাঁর হাত ধরেই পথ চলা শুরু হয়েছিল ক্লাবের। সেই ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে তারকা সিনহার প্রয়াণের খবর প্রকাশ্যে আনা হয়েছে।


আরও পড়ুন ; "ভারতকে এক ডজনের বেশি টেস্ট ক্রিকেটার দিয়েছেন", তারক সিনহার মৃত্যুতে ট্যুইট সহবাগের


সেই বিবৃতিতে জানানো হয়েছে, 'সনেট ক্লাবের প্রতিষ্ঠাতা তারক সিনহা শনিবার রাত ৩টে নাগাদ প্রয়াত হয়েছেন। দীর্ঘ প্রায় ২ মাস ধরে ফুসফুসে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। দিল্লি ও জাতীয় ক্রিকেট দলে প্রচুর প্রতিভা তারক সিনহার হাত ধরে উঠে এসেছে। আমরা তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা এই পুরো সময়টায় পাশে ছিলেন।' দিল্লি ও রাজস্থানে তারক সিনহার চিকিৎসা চলছিল। দেশের পঞ্চম ক্রিকেট কোচ হিসেবে দ্রোণাচার্য সম্মানে ভূষিত হয়েছিলেন তারক সিনহা। তাঁর আগে এই তালিকায় ছিলেন, দেশপ্রেম আজাদ, গুরচরণ সিংহ, রমাকান্ত আচরেকর ও সুনীত শর্মা। শুধু ছেলেদেরই নয়, মহিলা ক্রিকেটের কোচ হিসেবেও কাজ করেছেন তারক সিনহা।