কলকাতা: ১০ বছর পূর্ণ করল টাটা স্টিল ওয়ার্ল্ড 25k ম্যারাথন (Tata Steel Kolkata 25k Marathon)। আগামী ২১ ডিসেম্বর রেড রোডে আয়োজিত হবে এবারের ম্য়ারাথন প্রতিযোগিতা। তার আগে কলকাতার অভিজাত এক হোটেলে আয়োজিত হয়ে গেল এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ১২ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে দশম টাটা স্টিল ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বাইচুং ভুটিয়া। ম্য়ারাথনের দিনের অন্যতম আকর্ষণ হতে চলেছে টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 

টাটা স্টিল ওয়ার্ল্ড 25K ম্যারাথনে দেশের ও বিদেশের শীর্ষ দৌড়বিদদের সঙ্গে উপস্থিত থাকার কথা অসংখ্য সাধারণ মানুষের। নারী-পুরুষ সমতার প্রচার, সমাজসেবা ও বিভিন্ন সৃজনমূলক কাজেও এই টাটা স্টিল ম্য়ারাথন দীর্ঘ সময় ধরে প্রচার করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেন, ''কলকাতার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি পেশাদার ফুটবল জীবন শুরু করেছিলাম এই শহর থেকেই। এখানে অনেক স্মৃতি রয়েছে। এই শহরকে ম্য়ারাথনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি বেশি দৌড়াতে পারিনা, তার জন্যই স্ট্রাইকার হয়েছিলাম। কিন্তু মিডফিল্ডাররা কিন্তু ম্যারাথন রানার হয়ে থাকেন।''

টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসেস ডি বি সুন্দরা রামম বলছেন, ''টাটা স্টিল গর্বের সঙ্গে ম্য়ারাথন আয়োজন করতে চলেছে। এই ম্য়ারাথন আয়োজন কলকাতার ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিগত বছরগুলির মত এবারও এই ম্য়ারাথন সাফল্য পাবে বলেই আশাবাদী আমরা।'' টলি অভিনেত্রী শ্রাবন্তী বলছেন, ''এই আয়োজনের অংশ হতে পারা সত্যিই গর্বের। এটি শুধু একটি দৌড় নয়, বরং কলকাতার সংস্কৃতি, আনন্দ, সঙ্গীত, রঙিন পোশাক, নাচ-গানের এক মিলনমেলা। বিশেষ করে এই ম্য়ারাথনে অংশগ্রহণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এই যাত্রার শরিক হতে।  আনন্দ রান দিয়ে সবাই নিজেদের ফিটনেস যাত্রা শুরু করুন।'' টাটা স্টিল ম্য়ারাথনে এর আগে দীর্ঘ ৯ বছর শীতের সকালে গোটা কলকাতা দৌড়েছিল। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন  দোলা ব্যানার্জি, সরস্বতী সাহার মত ব্যক্তিত্বরা।