নয়াদিল্লি : বিশ্বকাপে ভারতের বোলিং বিভাগকে সমীহ করছে প্রতিপক্ষ দলগুলি। পেস-বিভাগে সিরাজ-সামি-বুমরার ঝাঁঝ তো রয়েছেই, স্পিন-আক্রমণও এবারের বিশ্বকাপে অন্যতম তুরুপের তাস হয়ে উঠতে পারে রোহিত-বাহিনীর। কিন্তু, প্রথম একাদশে কার হবে জায়গা ? প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh) মনে করছেন, টিম ইন্ডিয়ার এই মুহূর্তে অন্যতম সেরা বোলার আর অশ্বিন (Ravichandran Ashwin)। তাই টিম ম্যানেজমেন্টের উচিত, বিশ্বকাপে তাঁকে খেলানো। 


বিশ্বকাপের স্কোয়াডে অশ্বিনের অন্তর্ভুক্তি নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন ফ্যান ও বিশেষজ্ঞরা। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কামব্যাক করেছেন অশ্বিন। ২ ম্যাচে ৪টি উইকেট নেন তিনি। এশিয়া কাপে চোট পেয়ে ছিটকে যান অক্ষর পটেল। তাঁর পরিবর্তে শেষ মুহূর্তের বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে পড়েন অশ্বিন। 


এই পরিস্থিতিতে ESPNCricinfo-কে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, "মানুষ বুঝতে পারছেন যে, দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ। এমনটা নয় যে, অফ-স্পিনারদের ডান হাতিদের বল করা উচিত নয়। প্রতিপক্ষের যদি একাধিক বাঁ-হাতি ব্যাটার থাকেন, তখনও অশ্বিনকে খেলানো উচিত। কিন্তু, ম্যানেজমেন্ট যা মনে করবে তার উপর বিষয়টা নির্ভর করবে। কিন্তু, আমি যদি দলের অধিনায়ক হতাম বা ম্যানেজমেন্টের অংশ হতাম, আমি সেরা ৫ বোলার বেছে নিতাম এবং তালিকায় এক বা দুইয়ে থাকতেন অশ্বিন।"


আরও পড়ুন ; প্রস্তুতি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া, জয় পেল আফগানিস্তানও


অক্ষর চোট পাওয়ার পর, অশ্বিন বা ওয়াশিংটন সুন্দরের মধ্যে কাউকে একজনকে বেছে নিতে হতো। নির্বাচকরা শেষমেশ অভিজ্ঞ অফ-স্পিনারকেই বেছে নেন। এবং নির্বাচকদের এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করছেন হরভজনও। 


এর আগে সূর্যকুমার যাদবকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন ভাজ্জি। তাঁকে বিশ্বকাপের সব ম্যাচই খেলানো উচিত বলে মত প্রকাশ করেছিলেন। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, "সব ম্যাচ খেলতে হবে সূর্যকুমার যাদবকে। কার পরিবর্তে সূর্যকুমার এসেছেন তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। কিন্তু, ওঁর নাম প্রথমে নিতে হবে, পরে বাকিদের। আমাদের এমন একজন খেলোয়াড় রয়েছেন যিনি সম্পূর্ণ ম্যাচ উইনার। একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আমরা একজন ফিনিশানরকে নিয়ে কথা বলছি। সূর্যকুমার সেরকমই একজন। ভারতের হয়ে তাঁকে ৫ নম্বরে খেলতে হবে।"    


আরও পড়ুন ; বিশ্বকাপ শুরুর আগেই আইসিসির তরফে বিশেষ দায়িত্ব পেলেন সচিন