মিতালিকে এক কোটি টাকা, জমি দিচ্ছে তেলঙ্গানা সরকার
Web Desk, ABP Ananda | 28 Jul 2017 09:31 PM (IST)
হায়দরাবাদ: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজকে এক কোটি টাকা ও বাড়ি করার জন্য ৬০০ বর্গগজ জমি দেওয়ার কথা ঘোষণা করল তেলঙ্গানা সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করেন মিতালি। মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মিতালিকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘তুমি বিশ্বকাপে অসাধারণ খেলেছো। আমরা নিশ্চিত ছিলাম, ফাইনালেও তোমরাই জিতবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা সামান্য ব্যবধানে হেরে গিয়েছি। কিন্তু তোমার দল অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। সারা দেশ তোমাদের পারফরম্যান্স দেখেছে। আমিও খেলা দেখেছি। তুমি গোটা টুর্নামেন্টেই খুব ভাল খেলেছো। সবচেয়ে বেশি রান করে রেকর্ড গড়েছো তুমি। তোমার অসাধারণ প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছে। তেলঙ্গানা ও হায়দরাবাদ শহরের গর্ব তুমি।’ মিতালির পাশাপাশি তাঁর কোচ আর এস আর মূর্তিকেও সংবর্ধনা জানিয়েছে তেলঙ্গানা সরকার। তাঁকে ২৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মিতালির বাবা-মাও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন।