প্রো কবাডি লিগে দল কিনলেন সচিন
Web Desk, ABP Ananda | 12 May 2017 06:23 PM (IST)
মুম্বই: ক্রিকেট, ফুটবলের পর এবার হকির সঙ্গেও যুক্ত হলেন সচিন তেন্ডুলকর। প্রো কবাডি লিগে চেন্নাইয়ের দলের অন্যতম কর্ণধার হলেন ক্রিকেটের কিংবদন্তী। পঞ্চম প্রো কবাডি লিগে নতুন চারটি দল নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ু, গুজরাত, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে এই চারটি দল নেওয়া হচ্ছে। তারই একটির সঙ্গে যুক্ত হলেন সচিন। প্রো কবাডি লিগের আয়োজকরা বলেছেন, নতুন চারটি দল যুক্ত হওয়ার ফলে এখন সারা দেশের ১১টি রাজ্যের প্রতিনিধি থাকছে এই লিগে। দেশের নামী সংস্থাগুলি কবাডির সঙ্গে যুক্ত হচ্ছে। ১৩ সপ্তাহ ধরে চলবে পঞ্চম প্রো কবাডি লিগ। ১৩০টিরও বেশি ম্যাচ হবে।