সিন্ধুকে বিএমডবলু দিচ্ছেন সচিন
Web Desk, ABP Ananda | 22 Aug 2016 06:22 AM (IST)
হায়দরাবাদ: রিও অলিম্পিকে মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে রুপো জেতার জন্য পিভি সিন্ধুকে একটি বিএমডবলু গাড়ি উপহার দিতে চলেছেন সচিন তেন্ডুলকর। ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব (টুর্নামেন্ট) পুন্নাইয়া চৌধুরী এই খবর দিয়েছেন। চার বছর আগে লন্ডন অলিম্পিকে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে ফেরার পর হায়দরাবাদেরই অপর এক শাটলার সাইনা নেহওয়ালকেও বিএমডবলু গাড়ি উপহার দিয়েছিলেন সচিন। এবার সিন্ধুকেও সেই একই উপহার দিতে চলেছেন এবারের অলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত। সিন্ধুকে এর আগেও গাড়ি উপহার দিয়েছিলেন সচিন। ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপ জেতার জন্য সিন্ধুকে মারুতি সুইফট গাড়ি উপহার দিয়েছিলেন সচিন। এবার আরও ভাল গাড়ি পাচ্ছেন সিন্ধু। গাড়িটি কিনেছেন সচিনের ঘনিষ্ঠ বন্ধু তথা হায়দরাবাদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি ভি চামুন্ডেশ্বরনাথ। সেই গাড়ির চাবি সিন্ধুর হাতে তুলে দেবেন সচিন।