মুম্বই: ক্রীড়াবিদদের চাকরি দেওয়ার জন্য বহুজাতিক সংস্থাগুলিকে অনুরোধ করলেন সচিন তেন্ডুলকর। তিনি বলেছেন, ‘আমার মতে মুম্বই ক্রিকেটে একটা বদল হয়েছে। সেটা মোটেই ভাল নয়। অতীতে খেলোয়াড়দের চাকরির নিরাপত্তা ছিল। সেই কারণে তাঁরা খোলামনে খেলতে পারতেন। পারফরম্যান্স অনেক ভাল হত। কিন্তু এখন আর সেটা নেই। এখনকার খেলোয়াড়রাও মাঠে সেরা পারফরম্যান্স দেখানোর চেষ্টা করে। কিন্তু চাকরির নিরাপত্তা না থাকায় তাদের একটা চিন্তা থেকেই যায়। তাই বহুজাতিক সংস্থাগুলিকে অনুরোধ করব, ক্রীড়াবিদদের নিয়োগ করে তাঁদের সাহায্য করা হোক।’


মুম্বই ক্রিকেটের উন্নতির জন্য ২০১৪ সালে স্কুল পর্যায়ে ১৪ জনের দল গড়ার প্রস্তাব দিয়েছিলেন সচিন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন সেই প্রস্তাব মেনে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মাস্টার ব্লাস্টার। তাঁর মতে, এর ফলে সবাই খেলার সুযোগ পাবে এবং খেলার মানও বাড়বে।