নিউ ইয়র্ক : ক্রীড়াপ্রেমীদের জন্য ফের এক খারাপ খবর। মারণ রোগ ক্যান্সারের কবলে মার্টিনা নাভ্রাতিলোভা (Martina Navratilova)। মুখ ও বুকের ক্যান্সারে আক্রান্ত টেনিস কিংবদন্তী। ১৮ গ্র্যান্ড স্ল্যামের মালকিন ২০১০ সালেও ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। যদিও সেবারের কঠিন রোগের বিরুদ্ধে ম্যাচ দাপটের সঙ্গে জয়ী হয়েছিলেন তিনি। এবারেও নাভ্রাতিলোভা জয়ের কিনারাই খুঁজে নেবেন বলেই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। 


তুলনামূলক স্বস্তির খবর এই যে, থ্রোট ও ব্রেস্ট ক্যান্সারের একেবারে গোড়ার স্টেজেই ধরা পড়েছে। চলতি মাস থেকেই নিউ ইয়র্কে শুরু হয়ে যাচ্ছে চিকিৎসাও। চেনা লড়াকু মেজাজ দেখিয়ে ৬৬ বছরের মার্টিনা নাভ্রাতিলোভার ভক্তদের উদ্দেশে বার্তা, 'বেশ গুরুতর জোড়া আঘাতের কবলে পড়েছি। তবে সেটা কাটিয়ে ওঠা সম্ভব। আশা রাখি ইতিবাচক ফলাফলই আমার পক্ষে যাবে। লড়াইটা যে বেশ কষ্টকর হতে চলেছে, সেটা ভালই জানি, তবে নিজের সেরাটা ও সবটা দিয়েই লড়াই চালাব।'


গত নভেম্বরে টেক্সাসে আয়োজিত ডবলিউটিএ ফাইনালসের সময় মার্টিনা নাভ্রাতিলোভার ঘাড়ে দেখা গিয়েছিল বড় একটি ফুলে ওঠা অংশ। বায়োপসি রিপোর্টে ধরা পড়েছে গলার ক্যান্সারে আক্রান্ত তিনি। পরীক্ষার সময় ধরা পড়েছে বুকেও ক্যান্সার রয়েছে তাঁর। চলতি মাসে অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ক্যান্সারের জোড়া আঘাতের চিকিৎসার জন্য তাঁকে সরে দাঁড়াতে হচ্ছে যে দায়িত্ব থেকে।


প্রসঙ্গত, ২০১০ সালেও ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেবারও কোনও রাখ-ঢাক না করে তাঁর শারীরিক সমস্যা ও সেটার চিকিৎসার কথা সর্বসমক্ষে প্রকাশ্যে এসে জানিয়েছিলেন। সেবারের মতোই এবারও নাভ্রাতিলোভা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়েই জয়ী হবেন বলেই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।


 






আরও পড়ুন- হার্দিকের নেতৃত্বে টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা ডুয়েল, কখন কোথায় দেখবেন খেলা ?