নয়াদিল্লি: প্রথম শ্রেণীর ম্যাচ চলাকালে এক দর্শককে মারধরের অভিযোগ উঠল বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমানের বিরুদ্ধে। এই ঘটনায় শাস্তি হতে পারে সাব্বিরের।
জানা গেছে, এই ঘটনা গত সপ্তাহে রাজশাহী ডিভিশনাল ন্যাশনাল ক্রিকেট লিগের ম্যাচের দ্বিতীয় দিন ঘটেছে।
মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির বাংলাদেশের হয়ে ১০ টেস্ট, ৪৬ একদিনের ম্যাচ ও ৩৩ টি ২০ ম্যাচ খেলেছেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি প্রথমে নজরে আসে রিজার্ভ আম্পায়ারের। তিনি ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানান। ম্যাচ রেফারি এরপর বিষয়টি বাংলাদেশ ক্রিকেট সঞ্চালন সমিতির সভাপতি আক্রম জানান। আক্রম বিষয়টি পাঠিয়েছেন বোর্ডের অনুশাসন সমিতির কাছে।
সাব্বিরের বিরুদ্ধে লেবেল ৪ লঙ্ঘনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। অনুশাসন সমিতির সহ সভাপতি শেখ সোহেল বলেছেন, যদি তদন্তে সাব্বির দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁর ওপর বেশ কয়েকটি ম্যাচে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সেই সঙ্গে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে।
প্রতিবেদন অনুসারে, ম্যাচ চলাকালে একটি ছেলে সাব্বিরকে লক্ষ্য করে চিত্কার করছিলেন। সাব্বির ম্যাচের সময়ই মাঠের বাইরে যাওয়ার জন্য আম্পায়ারের কাছে অনুমতি চান। এরপর ওই ছেলেটিকে মারধরের জন্য সাইট স্ক্রিনের পিছনে নিয়ে যান বলে অভিযোগ। ওই ছেলেটি সাব্বিরের এক পরিচিতর সঙ্গে মাঠে এসেছিলেন।