মুম্বই: ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা তারকা ক্রিকেটার যুবরাজ সিংহর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের বিষয়ে মজাদার ঘটনার কথা জানালেন একটি জনপ্রিয় ওয়েবিসোড-এ। যুবির সঙ্গে প্রথম সাক্ষাতের দিনটা আদৌ সুখকর ছিল না বর্তমানে ভারতীয় দলের হিটম্যানের। বাঁহাতি তারকা অলরাউন্ডারের সঙ্গে ভাব জমতে বেশ কিছুটা সময় লেগেছিল তাঁর।
রোহিত জানিয়েছেন, যখন ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি, তখন সিনিয়র ক্রিকেটারদের ভয় লাগত তাঁর। যখন প্রথম বার ট
টিম বাসে চড়তে হয়েছিল, তখন একঘন্টা আগে হোটেলের লবিতে পৌঁছে গিয়েছিলেন রোহিত। লবিতে বসে সকলের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এরপর একে একে দলের অন্য সদস্যরা আসতে শুরু করেন। দূর থেকেই যুবরাজকে আসতে দেখেন তিনি। যুবির চালচলন অন্যদের থেকে অনেকটাই আলাদা।
২২ গজে এবং ২২ গজের বাইরে রঙিন চরিত্র যুবরাজের ফ্যান ছিলেন রোহিত। যুবরাজকে কাছ থেকে দেখতে পেয়ে তাঁর খুব ভালো লাগছিল। কিন্তু বাসে উঠে যে অভিজ্ঞতা রোহিতের হল, তা খুব একটা ভালো লাগেনি তাঁর। বাসে উঠে একটা আসনে বসেন রোহিত। সেই সময় যুবরাজ তাঁর কাছে এসে জিজ্ঞাসা করেন, এই আসনটা কার জানো? এখানে কে বসেছে?
পুরো সিরিজটাতেই যুবরাজের সঙ্গে সেভাবে কথাবার্তা হয়নি রোহিতের। ম্যান অফ দ্য সিরিজ হওয়ার পর যুবিকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন রোহিত। কিন্তু যুবি শুধু একটা শুকনো ধন্যবাদ দেওয়া ছাড়া অন্য কোনও অভিব্যক্তি প্রকাশ করেননি। শেষপর্যন্ত ২০০৭-এর টি ২০ বিশ্বকাপের ম্যাচে স্টুয়ার্ট ব্রডের ওভারে যুবি ছটি ছক্কা হাঁকানোর দিন রোহিতের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। রোহিত বলেছেন, ওই দিন বেশ খুশমেজাজে ছিলেন যুবি। তাঁকে এসে বললেন, চল, খাওয়া-দাওয়া করি। কী খাস?
রোহিত সঙ্গে সঙ্গে বলেন, সব খাই, চলো।
তারপর থেকে দুজনের দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে। যুবরাজ রোহিতের স্ত্রী রিচিকার 'রাখী ভাই' বলে পরিচিত।