লন্ডন: তৃতীয় দিন সকালের একটি বিধ্বংসী স্পেল। ৫-০-১৩-২। আর তাতেই বাজিমাত। মিচেল স্টার্কের (Mitchell Starc) আগুনে স্পেলে ধ্বংস ইংল্যান্ডের (The Ashes) প্রতিরোধের স্বপ্ন। ৩২৫ রানে শেষ হয়ে গেল বেন স্টোকসদের (Ben Stokes) প্রথম ইনিংস। ৯১ রানের লিড পেল অস্ট্রেলিয়া।


বৃহস্পতিবার, ম্যাচের দ্বিতীয় দিনের খেলা যখন শেষ হয়েছিল, ইংল্যান্ডের স্কোর ছিল ২৭৮/৪। ৪৫ রান করে ক্রিজে ছিলেন হ্যারি ব্রুকস। সঙ্গী বেন স্টোকস অপরাজিত ছিলেন ১৭ রানে। শুক্রবার, ম্যাচের তৃতীয় দিন সকালে আগের দিনের স্কোরের সঙ্গে আর ৫ রান যোগ করে আউট হন ব্রুকস। ৫০ রান করে স্টার্কের বলে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। বেন স্টোকসও স্টার্কের শিকার। আগের দিনের স্কোরেই ফেরেন তিনি।


স্টার্ক সব মিলিয়ে ৩ উইকেট নেন। জস হ্যাজলউড ও ট্র্যাভিস হেডের ২টি করে উইকেট।


বৃহস্পতিবার রান করতে পারেননি জো রুটও। ১৯ বলে মাত্র ১০ রান করে আউট হন। মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। বল হাতে লর্ডস টেস্টে অজিদের প্রথম ইনিংসে দুটি উইকেট ও পেয়েছেন তিনি। ট্রেভিস হেড এবং ক্যামেরুন গ্রিনকে আউট করেন তিনি। ৮ ওভারে ১৯ রান দিয়ে নেন দুটি উইকেট।


বৃহস্পতিবার দুর্দান্ত ব্যাট করেছেন স্টিভ স্মিথ। সেঞ্চুরি করেন তিনি। কেরিয়ারের ৩২তম শতরান পূরণ করেন। ১১০ রান করে আউট হন তিনি। আর কোনও ব্যাটার সেইভাবে রান পাননি। ৪১৬ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দ্বিতীয় দিনে ফের ইংল্যান্ডের ব্যাটাররা ব্যাট করলেন আগ্রাসী মেজাজে। লর্ডসের ২২ গজে ফের বাজ়বলের তাণ্ডব। প্রথম দিন অস্ট্রেলিয়া ৩৩৯/৫ স্কোরে শেষ করে। দ্বিতীয় দিন ইংল্যান্ডকে ম্যাচে ফেরায় তাদের বোলাররা। অজিদের ৪১৬ রানে অল আউট করে দেয় তারা। অলি রবিনসন এবং জস টাংগ তিনটি করে উইকেট নেন।


জবাবে ওভার প্রতি প্রায় সাড়ে চার রান করে তোলেন রুটরা। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২৭৮/৪। ওপেনার জ্যাক ক্রলি ৪৮ এবং বেন ডাকেট ৯৮ রান করেন। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় ডাকেটের। শুক্রবার আগের দিনের স্কোরের সঙ্গে আর মাত্র ৪৭ রান যোগ করে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।


আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial