মুম্বই: তাঁদের শ্রেষ্ঠত্বের লড়াই ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছে। কে বিশ্বের সেরা ব্যাটার, সচিন তেন্ডুলকর না ব্রায়ান লারা (Brian Lara), তা নিয়ে বিতর্ক এক সময় যে কোনও ক্রিকেটাড্ডায় ঝড় তুলত। সেই সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) অবশ্য বরাবর লারার প্রশংসায় পঞ্চমুখ থেকেছেন। লারাও সচিনকে নিয়ে বরাবর মুগ্ধ।


অবসরের পরেও মাঠের বাইরে তাঁদের বন্ধুত্বে চিড় ধরেনি, তা ফের একবার প্রমাণ করে দিলেন সচিন। শনিবার তিনি সোশ্যাল মিডিয়ায় লারার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'কিছু বন্ধুত্ব অমর হয়'।


রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড। সেই লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা এগিয়ে রাখছেন পাকিস্তানকেই। তিনি চান, ট্রফি এবার এশিয়ায় আসুক। সচিন তেন্ডুলকরের বাজি আবার ইংল্যান্ড। তাঁর স্বপক্ষে কিছু যুক্তিও দিয়েছেন সচিন। লারা বলেছেন, ‘আমি মনে করি, ব্যক্তিগত খেলোয়াড়দের নৈপুণ্যের দিক থেকে পাকিস্তান টিম বেশ ভাল। ইংল্যান্ডও দলগত ক্রিকেট খেলছে। তবে আমি ট্রফিটি এশিয়ায় দেখতে চাই।’


 






সচিন তেন্ডুলকরের ভোট আবার ইংল্যান্ডের দিকে। বলেছেন, ‘মেলবোর্ন মাঠের আকার আকৃতি দেখে আমি ইংল্যান্ডকেই ভোট দেব। পাকিস্তানের বোলারদের বলে গতি আছে। ওরা সঠিক সময়ে সেরা ছন্দে ফিরেছে। কিন্তু ইংল্যান্ডের ব্যাটাররা উইকেটের দুপাশে শট খেলতে পারবে। মেলবোর্নে বাউন্ডারি লম্বা। আড়াআড়ি সীমানা ছোট। সেখানে তারা সুবিধে পাবে।’ তবে মাস্টার ব্লাস্টার এটাও স্বীকার করে নিয়েছেন যে, পাকিস্তান ঠিক সময়ে নিজের সেরা ছন্দে ফিরেছে। ফাইনালেও যে তারা পিছিয়ে রয়েছে, এমনটা ভাবলে ভুল করা হবে।


আরও পড়ুন: চাপ বাড়তে পারে পাকিস্তানের, ফাইনালে ফিট হয়ে মাঠে নামতে পারেন ২ ইংরেজ তারকা