কলম্বো: টেস্টের পর একদিনের সিরিজেও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার দিকে এগিয়ে চলেছে ভারত। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৮ রানে উড়িয়ে দিয়েছে ভারত। হেলায় জয় পাওয়ার পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিলেন, সিরিজের চতুর্থ ম্যাচের মতোই পঞ্চম তথা শেষ ম্যাচেও দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

১৩১ রানের অসাধারণ ইনিংস খেলার সুবাদে বিরাটই চতুর্থ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ম্যাচের পর তিনি বলেছেন, ‘এই ম্যাচে আমরা ভাল খেলেছি। আমরা কোনও পর্যায়েই আত্মতুষ্ট হতে চাই না। এই ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছি আমরা। আমরা এই সিরিজের প্রথম তিনটি ম্যাচে প্রথমে ব্যাট করতে পারিনি। তাই চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। এই উইকেট ব্যাট করার পক্ষে খুব ভাল ছিল। টসে জিতে আমরা বড় স্কোর করার পরে বিপক্ষ দলের পক্ষে প্রয়োজনীয় রান রেট ধরে রাখা খুব কঠিন ছিল।’

চতুর্থ ম্যাচে শার্দুল ঠাকুর, মণীশ পাণ্ডে ও কুলদীপ যাদবকে সুযোগ দিয়েছিল ভারত। তাঁদের ফের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিরাট। তিনি আরও বলেছেন, ম্যাচের অবস্থা অনুযায়ী ব্যাটিং অর্ডারেও বদল করা হতে পারে।