করাচি: অভিষেকের পর থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে আসছেন তিনি। বাঁহাতি অর্শদীপ সিংহ (Arshdeep Singh) ভারতীয় টিমের বোলিং লাইন আপের নতুন মুখ। এশিয়া কাপেও নজর কেড়েছেন। পাওয়ার প্লে হোক বা ডেথ ওভার। তাঁর আঁটোসাটো বোলিংয়ের সামনে নাস্তানাবুদ হতে হয়েছে বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের। অর্শদীপের বোলিংয়ে মজে পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার ব্যাটার কামরান আকমল (Kamran Akmal)।


আইপিএলে পঞ্জাব কিংসের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেই প্রথম নজরে আসেন অর্শদীপ। এরপর জাতীয় দলেও ডাক পেয়ে যান। দুরন্ত ইয়র্কার, স্লোয়ার, সুইংয়ের ক্ষমতা অর্শদীপকে অন্যদের থেকে আলাদা করেছে। এছাড়াও বাঁহাতি হওয়ায় বাড়তি সুবিধে অর্জন করতে পারেন পিচ থেকে। কামরান আকমল বলছেন, ''অর্শদীপ একজন দুর্দান্ত বোলার। আমার মনে হয় ভারতীয় দল নতুন জাহির খানকে পেয়ে গিয়েছে। অর্শদীপের কাছে পেস, সুইং সবই রয়েছে। নিজের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল। ও পরিস্থিতিত অনুযায়ী বল করতে পারে।''


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে রিলি রসৌ, এরপর কুইন্টন ডি কক ও এরপর ডেভিড মিলারের উইকেট তুলে নিয়েছিলেন অর্শদীপ। সেই ম্যাচের দিকে নজর ছিল আকমলেরও। তিনি বলছেন, ''একজন পেসার হিসেবে যথেষ্ট গতি রয়েছে অর্শদীপের। কিন্তু এটাও বুঝতে হবে যে ওর বয়স এখন অনেক কম। এর মধ্যে অর্শদীপ অনেক বেশি পরিণত।''


আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। আর সেই টুর্নামেন্টে অংশ নিতে আগামী ৬ অক্টোবর অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার ২ দিন পরেই অস্ট্রেলিয়ার বিমান ধরছেন বিরাটরা। সেখানে প্রস্তুতি শিবির হবে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেই রোহিতরা যেখানে অস্ট্রেলিয়া উড়ে যাবেন। অন্যদিকে, শিখর ধবনের নেতৃত্বে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে আরও একটি ভারতীয় দল।


অক্টোবর ১৩ পর্যন্ত পারথে অনুশীলন সারবে ভারতীয় দল। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টো ওয়ার্ম আপ ম্যাচ খেলবে রোহিত বাহিনী।


টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে এমন পাঁচ ক্রিকেটার রয়েছেন যাঁদের অস্ট্রেলিয়ার মাটিতে সিনিয়র পর্যায়ে খেলার কোনও অভিজ্ঞতা নেই। তাঁরা হলেন, সূর্যকুমার যাদব, হর্ষল পটেল, অর্শদীপ সিংহ, দীপক হুডা ও রবি বিষ্ণোই।