সিরিজ জয়ের পর বাঁধনহারা উচ্ছ্বাসে মেতেছেন ভারতীয় ক্রিকেটাররা। এরইমধ্যে কোচ রবি শাস্ত্রীর একটি মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। অনেকেরই অভিযোগ, এই মন্তব্যের মাধ্যমে প্রাক্তনদের খোঁচা দিয়েছেন শাস্ত্রী।
অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের ঐতিহাসিক কৃতিত্বের পর কোচ শাস্ত্রী বলেছেন, ‘এটা ভগবান বা দেবতা বা সিনিয়র বা জুনিয়রদের টিম নয়। এটা এমন একটা ভারতীয় দল যারা যেখানেই যাক, দেশের জন্য ম্যাচ জিততে চায়। এই দৃঢ় মানসিকতা, একাগ্রতা নিয়েই সিরিজ খেলতে নেমেছিল দল। দল যে সাহস দেখিয়েছে, তাকে কুর্ণিশ জানাই। আজ আমি বলতে পারি, ছেলেদের জন্য আমি গর্বিত। আমি আর একটা কথা বলতে চাই, এই দল একটা কটা স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছে। যে কথাটা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিরাট ছুঁয়ে গিয়েছে যে, এবার এই টিম অতীতের ভারতীয় দলগুলির চোখে চোখ রেখে বলতে পারে যে, আমরা যথার্থ টেস্ট ম্যাচ খেলেছি, তোমরাও খেলছ, আমরা খেলেছি নির্ভীকভাবে’।
শাস্ত্রী সরাসরি কারুর নাম না নিলেও কেউ কেউ মনে করছেন, এক্ষেত্রে তিনি সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও অনিল কুম্বলের নেতৃত্বাধীন অতীতের দলগুলিকে খোঁচা দিয়েছেন।
উল্লেখ্য, 'গড অফ ক্রিকেট' বলেও অনুরাগীদের কাছে পরিচিত সচিন তেন্ডুলকর। ১৯৯০ ও ২০০০-এর দশকে সচিন , রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের মতো কিংবদন্তী খেলোয়াড়রা থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় একটি সিরিজও জিততে পারেনি ভারত।
উল্লেখ্য, শাস্ত্রী অতীতেও এ ধরনের তুলনা টেনেছেন। ইংল্যান্ডের কাছে সিরিজ হারের পর শাস্ত্রী বলেছিলেন, বিদেশ সফরে এটাই সেরা ভারতীয় দল।