ব্যাঙ্কক: পুরুষদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা (Mens Badminton Competition) টমাস কাপে (Thomas Cup) ইতিহাস গড়লেন কিদম্বী শ্রীকান্ত (Kidambi Srikanth), এইচ এস প্রণয়রা (HS Prannoy)। রুদ্ধশ্বাস লড়াইয়ে ডেনমার্ককে (Denmark) ৩-২ ফলে হারিয়ে প্রথমবার টমাস কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। এই প্রতিযোগিতার ৭৩ বছরে প্রথমবার খেতাব জয়ের হাতছানি ভারতের সামনে।
ভারতীয় শাটলারদের দুর্দান্ত লড়াই
পিছিয়ে পড়েও দুর্দান্ত লড়াই করে একসময় ২-১ এগিয়ে যান ভারতের শাটলাররা। কিন্তু দ্বিতীয় ডাবলসে ভারত হেরে যাওয়ায় টাই ২-২ হয়ে যায়। তৃতীয় তথা শেষ সিঙ্গলস জিতে ভারতকে ফাইনালে নিয়ে যান এইচ এস প্রণয়।
এদিন প্রথম সিঙ্গলসে হেরে যান ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন। তাঁর লড়াই ছিল ড্যানিশ শাটলার ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে। স্ট্রেট গেমে হেরে যান লক্ষ্য। ডেনমার্কের শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১৩, ২১-১৩।
০-১ পিছিয়ে পড়ে প্রথম ডাবলস খেলতে নামেন সাত্বিক রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি। তাঁদের প্রতিপক্ষ ছিলেন কিম অ্যাস্ট্রাপ ও ম্যাথিয়াস ক্রিশ্চিয়ানসেন। দুর্দান্ত লড়াই করে ম্যাচ জিতে নিয়ে দলকে সমতায় ফেরান সাত্বিক-চিরাগ। তাঁদের পক্ষে ম্যাচের ফল ২১-১৮, ২১-২৩, ২২-২০।
কিদম্বী শ্রীকান্তের জয়
এরপর দ্বিতীয় সিঙ্গলসে নামেন শ্রীকান্ত। তাঁর প্রতিপক্ষ ছিলেন আন্দ্রে অ্যান্টনসেন। মাথা ঠান্ডা রেখে ম্যাচ জিতে নেন ভারতের তারকা শাটলার। তাঁর পক্ষে খেলার ফল ২১-১৮, ১২-২১, ২১-১৫। এর ফলে ২-১ এগিয়ে যায় ভারত।
দ্বিতীয় ডাবলস জিতলেই ভারতের টমাস কাপের ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যেত। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে যান কৃষ্ণপ্রসাদ গর্গ ও বিষ্ণুবর্ধন গৌড়। তাঁদের হারিয়ে দেন আন্দ্রেস স্কারাপ রামুসেন ও ফ্রেডেরিক সোগার্ড। স্ট্রেট গেমে ম্যাচ জিতে সমতা ফেরায় ড্যানিশ জুটি। তাঁদের পক্ষে ম্যাচের ফল ২১-১৪, ২১-১৩।
এইচ এস প্রণয়ের জয়
তৃতীয় তথা শেষ সিঙ্গলস নির্ণায়ক হয়ে দাঁড়ায়। ভারতের হয়ে এই সিঙ্গলস ম্যাচ খেলতে নামেন প্রণয়। তাঁর প্রতিপক্ষ ছিলেন রাসমাস গেমকে। প্রথম গেম হেরে পিছিয়ে পড়েন প্রণয়। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে পরের দু’টি গেম জিতে ম্যাচ জিতে ভারতকে ফাইনালে তোলেন প্রণয়।