শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ : কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের অঞ্চল সভাপতির পদ ঘিরে বিতর্ক। নতুন কমিটি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন অপসারিত অঞ্চল সভাপতি। যদিও এবিষয়ে ব্লক সভাপতির পাশে দাঁড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই ইস্যুতে শাসক দলকে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি।
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। সেইমতো কয়েক জায়গায় নতুন করে শুরু হয়েছে কমিটি তৈরির কাজ। আর এনিয়েই বিতর্ক দেখা দিয়েছে কোচবিহারের তুফানগঞ্জে।
আরও পড়ুন ; উদয়নের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তাঁর পুরনো দল ফরওয়ার্ড ব্লকের, কী বললেন তৃণমূল বিধায়ক ?
বৃহস্পতিবার তৃণমূলের অন্দরন-ফুলবাড়ি ২ নম্বরের অঞ্চলের সভাপতি দুলাল চক্রবর্তীকে সরিয়ে, নতুন অঞ্চল সভাপতি করা হয় প্রদীপকুমার বর্মাকে। দলীয় অফিসে এই ঘোষণা করেন তুফানগঞ্জ ১ নম্বর ব্লক সভপতি জগদীশ বর্মন। তিনি বলেন, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সংগঠনকে সাজানো হচ্ছে। কোর কমিটির নির্দেশ মতো কমিটি বদল করেছি।
এর কয়েক ঘণ্টার মধ্যে ওই পার্টি অফিসেই পাল্টা সাংবাদিক সম্মেলন করেন সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতি। নতুন কমিটির বিরোধিতা করেন তিনি। সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতি দুলাল চক্রবর্তী বলেন, মমতাই ঘোষণা করেছেন, সব কমিটি ভাঙার, যা হওয়ার ২০ তারিখের পর হবে। এই কমিটি মানি না, আমিই অঞ্চল সভাপতি আছি।
তবে কমিটি বিতর্কে ব্লক সভাপতির পাশেই দাঁড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। কোচবিহার তৃণমূলের কোর কমিটির সদস্য আব্দুল জলিল আহমেদ বলেন, কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যেসব কমিটি ঠিকমতো কাজ করছে না, তা বদল করা হবে। সেইমতো বদল হয়েছে। মমতা যা বলেন, তার অন্য কথা বোঝে ওরা।
তৃণমূলে কমিটি-বিতর্ক নিয়ে শাসক দলকে খোঁচা দিয়েছে বিজেপি। কোচবিহার বিজেপির সম্পাদক উৎপল দাস বলেন, নাটক, ওদের সব দুর্নীতিগ্রস্ত। মানুষের মন ঘোরাতে এসব করছে।
সব মিলিয়ে তৃণমূলের অঞ্চল কমিটি গঠন নিয়ে সরগরম পরিস্থিতি।