প্রথম একদিনের ম্যাচের টিকিট নিঃশেষিত
Web Desk, ABP Ananda | 28 Dec 2016 05:55 PM (IST)
পুণে: ভারত-ইংল্যান্ডের একদিনের সিরিজের প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেল। ১২ দিনের মধ্যেই সব টিকিট শেষ হয়ে গিয়েছে। ফলে অনলাইনে বা কাউন্টার থেকে আর টিকিট পাওয়া যাবে না বলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। আগামী ১৫ জানুয়ারি পুণেতে ভারত-ইংল্যান্ড প্রথম একদিনের ম্যাচ। গহুঞ্জের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০১৩ সালের ১৩ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া একদিনের ম্যাচ হয়েছিল। সেটাই ছিল এই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তার তিন বছর পর আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে এখানে। ৩৭,৪০৬ জন দর্শক এই স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখতে পারেন। ১৫ জানুয়ারি দর্শকাসন পূর্ণ থাকবে বলেই জানিয়েছে এমসিএ।