গত মাসে মধ্যপ্রদেশের কানহা অভয়ারণ্যে বেড়াতে গিয়েছিলেন ধোনি। সেখানে তিনি বাঘের ছবি তোলেন। ইনস্টগ্রামে সেই ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবি দেখে তাঁর অনুরাগীরা আপ্লুত। একজন লিখেছেন, ‘বাঘ নিজেই বাঘের ছবি তুলেছেন।’ অন্য একজনের মন্তব্য, ‘বাঘ দেখলেন বাঘ।’ কেউ কেউ আবার ধোনিকে সিংহ বলে উল্লেখ করেছেন। এই পোস্ট ‘লাইক’ করেছেন প্রায় ২১ লক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারী।
গত বছর বিশ্বকাপ সেমি-ফাইনালের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেলনি ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে জল্পনা চলছে। গত মাসে বিসিসিআই-এর বার্ষিক চুক্তি থেকে তিনি বাদ পড়ায় অবসরের জল্পনা চলছে। ক্রিকেটপ্রেমীরা অবশ্য সেই জল্পনায় কান না দিয়ে তাঁদের প্রিয় ‘মাহি’-কে আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখার অপেক্ষায়।