ওয়েলিংটন: রবিবার ময়ঙ্ক অগ্রবালকে ফিরিয়ে শুধু ভারতীয় শিবিরে জোরাল ধাক্কা মারলেন টিম সাউদি তাই নয়, গড়ে ফেললেন অভিনব রেকর্ড। নিউজিল্যান্ডের প্রথম পেসার হিসাবে দেশের মাটিতে তিনশো উইকেট নিলেন সাউদি।

কিউয়ি পেসার পেরিয়ে গেলেন কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলিকে। নিউজিল্যান্ডের মাটিতে ২৫০টি উইকেট ছিল হ্যাডলির। সাউদি পিছনে ফেললেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক ড্যানিয়েল ভেত্তোরি ও ট্রেন্ট বোল্টকেও। ভেত্তোরি দেশের মাটিতে নিয়েছিলেন ২৯৯টি উইকেট। সতীর্থ বোল্ট দেশের মাটিতে ২৭৭টি উইকেট নিয়েছেন।



২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ সাউদির। ডানহাতি পেসার দেশের মাটিতে তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে ১৫৩টি ম্যাচ খেলেছেন। ৯ বার ইনিংসে পাঁচ উইকেট রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে।