ক্রাইস্টচার্চ: প্রথম ইনিংসে ম্যাট হেনরি তো দ্বিতীয় ইনিংসে টিম সাউদি। ২ কিউয়ি পেসারের ম্যাচ জুড়ে দাপট। যার সৌজন্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ও ২৭৬ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। ২ ইনিংসে ৯ উইকেট তুলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হেনরি। 


টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্য়ান্ড অধিনায়ক টম ল্যাথাম। প্রথম ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ।মাত্র ৯৫ রানে শেষ হয়ে গিয়েছিল প্রোটিয়া শিবির। ১৫ ওভার বল করে ২৩ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন ম্যান হেনরি। মূলত ডানহাতি এই পেসারের বিধ্বংসী বোলিংয়ের সামনেই গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস। 


প্রথম ইনিংসে ব্য়াট করতে নেমে ৪৮২ রানের বিশাল রান বোর্ডে দাঁড় করায়। হেনরি নিকোলস শতরানের ইনিংস খেলেন। ৯৬ রানের ইনিংস খেলেন টম ব্লান্ডেল। তবে সেঞ্চুরি মিস করেন তিনি। কিন্তু বিশাল রান বোর্ডে তুলে নেয় নিউজিল্যান্ড।


দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে ১১১ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন দলের মিডল অর্ডার ব্যাটার তেম্বা বাভুমা। দ্বিতীয় ইনিংসে খাতা খুলতে পারেননি অধিনায়ক ডিন এলগার।


দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা শিবিরে বারবার আঘাত হানেন টিম সাউদি। তৃতীয় দিনে আড়়াই ঘণ্টার লড়াই শেষে ম্যাচে জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড। এই জয়ের ফলে গত ১৮ বছরে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের হাতছানি রয়েছে নিউজিল্যান্ডের সামনে। ২০০৪ সালে শেষবার অকল্যান্ডে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিউয়ি শিবির। এই সময়ের মধ্যে মোট ৪৬ বার দু দল মুখোমুখি হয়েছে। 


ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে জিতে নিউজিল্যান্ডে উড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে ধরাশায়ী হতে হত তাদের।