টোকিও: টোকিও অলিম্পিক্সে তৃতীয় দিনের শেষে পদক তালিকায় ২৪ নম্বর রয়েছে ভারত। ১টি মাত্র পদক ঝুলিতে এসেছে ভারতের। শনিবার ভারোত্তোলনে মীরাবাঈ চানু যে রুপো পেয়েছিলেন, সেটাই একমাত্র পদক ভারতের।
এদিন এয়ার রাইফেল পিস্তলে তাঁদের ওপর প্রত্যাশা থাকলেও মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ হলেন ভারতের মনু ভাকের ও যশস্বিনী দেশওয়াল। অন্যদিকে রোয়িংয়ে ডাবলস স্কালস রেপেশাঁ বিভাগে তৃতীয় হয়ে সেমিফাইনালে উঠলেন ভারতের অর্জুন লাল ও অরবিন্দ সিংহ। ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের দীপক কুমার ও দিব্যাংশ সিংহ।
স্ট্রেট গেমে জিতে ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতের পি ভি সিন্ধু। বিশ্বের সাত নম্বর ভারতীয় তারকা পি ভি সিন্ধুর পরের রাউন্ডে প্রতিপক্ষ বিশ্বের ৩৪ নম্বর হং কংয়ের চেউং নান ই।
ইউক্রেনের কিচেনক বোনেদের বিরুদ্ধে মহিলা ডাবলসের প্রথম সেট ৬-০ ব্যবধানে জিতেছিলেন সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না। প্রথম সেট সহজে জিতলেও দ্বিতীয় সেট টাইব্রেকারে হারলেন সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না। প্রথম সেট ৬-০ তে জেতার পর দ্বিতীয় সেটে ৫-৩ এ এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৬-৭ এ হেরে যান সানিয়া-অঙ্কিতা। টাইব্রেকারে ৮-১০ হেরে যান তাঁরা।
আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের সাবডিভিশন ওয়ান থেকে ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি। এবার অলরাউন্ড ফাইনালেও উঠতে পারলেন না প্রণতি নায়েক। টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে এগিয়ে গিয়েও হংকংয়ের এস এইচ লামের কাছে হেরে গেলেন ভারতের এস গণেশাকরন।
টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কার কাছে প্রথম গেম ৪-১১ ব্যবধানে হেরে গিয়েছিলেন মণিকা বাত্রা। কিন্তু টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিলেন ভারতের মণিকা বাত্রা।
মহিলাদের ৪৮-৫১ কেজি বিভাগে ডমিনিসিয়ান রিপাবলিকের মিগুয়েলিনা হার্নান্দেজ গার্সিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেলেন ভারতের মেরি কম। অন্যদিকে, হকিতে টোকিও অলিম্পিক্সে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হার ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলের বড় ব্যবধানে হারতে হল মনপ্রীতদের। উল্লেখ্য, এর আগে ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে ৮-০ ব্যবধানে ভারত হেরেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।