টোকিও : আশা জাগিয়েও হার দীপিকা কুমারীর। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী আন সানের কাছে ০-৬ ব্যবধানে হেরে গেলেন ভারতীয় তিরন্দাজ। দাপটের সঙ্গে জয় হাসিল করে নেন আন সান। এদিকে এই জয়ের সাথে সাথে টোকিও অলিম্পিক্সে তৃতীয় সোনার পদকের দিকে এগিয়ে গেলেন বছর ২০-র সান। মিক্সড ও উইমেন্স কার্ভ টিমে ইতিমধ্যেই সাফল্যের মুখ দেখেছেন দীপিকা। 


দুরন্ত শুরু করেন সান। সেকেন্ড রাউন্ডে তাঁর ৯-১০-৭ শটের জবাবে দীপিকার শট ছিল ১০-৭-৭। তৃতীয় সেটেও দাপট বজায় রাখেন দক্ষিণ আফ্রিকান তিরন্দাজ। এর জেরে ছয় মিনিটেরও কম সময়ে ম্যাচ শেষ হয়ে যায়। এই জয়ের পর শেষ চারে সান হয় আমেরিকার ম্যাকেঞ্জি ব্রাউন অথবা মেক্সিকোর অ্যালেজান্দ্রা ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবেন। 



আজ টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে ভাল শুরুটা হয় দীপিকার হাত ধরে। তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে রাশিয়ার সেনিয়া পেরোভাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান দীপিকা কুমারী। ১/৮ এলিমিনেশন রাউন্ডে ৬-৫ ব্যবধানে সেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে নেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা।


খেলার শুরুটা ভালই করেন দুই তিরন্দাজ। কিন্তু, প্রথম থেকেই নিখুঁতভাবে দ্বিতীয় তীর ছুঁড়তে শুরু করেন দীপিকা। চাপে পড়ে যান পেরোভা। পরের সেটে ফের প্রত্যাবর্তন করেন পেরোভা। তৃতীয় সেটে লিড নেন দীপিকা। চতুর্থ সেটে টাই হয়। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে অবশ্য ফের ঘুরে দাঁড়ান রাশিয়ান। শেষ সেটে ১০-৭ ব্যবধানে এগিয়ে শেষ হাসি হাসেন দীপিকা। এই জয়ের পর পরের ম্যাচে দীপিকার প্রতিপক্ষ হতে পারেন দক্ষিণ কোরিয়ার সান আন অথবা জাপানের রেন হায়াকাওয়া। 


উল্লেখ্য, আজ অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করেন বক্সার লভলিনা বোর্গোহাইন। চিনা তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বীকে হারান ৪-১ ফলে। এদিকে হকিতেও জয়ের মুখ দেখেছে ভারতের মেয়েরা। আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দেয় রানি রামপাল নেতৃত্বাধীন ভারতীয় হকি দল।