টোকিও: টোকিও অলিম্পিক্স থেকে এবার ভারতীয় ক্রীড়াবিদরা অনেকগুলো পদক নিয়ে আসবে, এমনই আশা রাখা হচ্ছে। আর সেই তালিকায় সবার ওপরের দিকেই থাকবেন অমিত পাঙ্ঘাল। বক্সিংয়ে মেয়েদের মধ্যে পদকের অন্যতম দাবিদার মেরি কম। অন্যদিকে একই খেলায় ছেলেদের মধ্যে অন্যতম দাবিদার হলেন অমিত। শুধু পদক জয়ই নয়, সোনা জয়েরও দাবিদার তিনি।


অমিত এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর বক্সার ৫২ কেজি ক্যাটাগরিতে। অলিম্পিক্সে প্রথম ভারতীয় বক্সার হিসেবে নিজের ক্যাটাগরিতে বিশ্বের ১ নম্বর স্থান থাকা অবস্থায় নামবেন অমিত। নিজের কোচ ও দাদা অজয় পাঙ্ঘালকেই নিজের সাফল্যের যাবতীয় কৃতিত্ব দিয়েছেন অমিত। হরিয়ানার রোহতকের এক গ্রামের কৃষক পরিবারের ছেলে অমিত। কেরিয়ারের শুরুর দিকে ৪৮ কেজি বিভাগে রিঙয়ে নামতেন অমিত। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন ৪৮ কেজি ক্যাটাগরি সরিয়ে দেওয়ার পরই ৫২ কেজি ক্যাটাগরিতে খেলতে শুরু করেন অমিত। চলতি বছরে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গিয়েছিলেন অমিত। তবে এই একটা ব্যর্থতা বাদ দিলে এবারের টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের অন্যতম দাবিদার অমিত। 


অমিত এর আগে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে হারের পর জানিয়েছিলেন যে এই হার তাঁকে আরও শক্ত করে দিয়েছে। উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হেরে গিয়েছিলেন অমিত। পাঙ্ঘাল এরপর বলেন, 'অতীত নিয়ে কিছু ভাবতে চাই না। এখন আমার একটাই লক্ষ্য টোকিও অলিম্পিক্স। যদি সেখানেও আমরা ২ জনে মুখোমুখি হই, তবে আমি ওকে এবার হারিয়ে দেব।'


২০১৭ সালে ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন অমিত পাঙ্ঘাল। এরপরই সবার নজরে আসেন তিনি। এই বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। বুলগেরিয়ায় আয়োজিত টুর্নামেন্টেও সোনা জিতেছিলেন অমিত। এই টুর্নামেন্টে প্রথম ভারতীয় বক্সার হিসেবে টানা ২ বার সোনা জয়ের নজির গড়েছেন অমিত।         


উল্লেখ্য, ২০১৯ সালে এআইবিএ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছিলেন পাঙ্ঘাল। এই টুর্নামেন্টেও প্রথম ভারতীয় হিসেবে নজির গড়েন তিনি। এছাড়াও ২০১৮ কমনওয়েলথ গেমসেও রূপো জিতেছিলেন এই বক্সার। এরপর থেকেই অলিম্পিক্সে অমিতকে নিয়ে আশা বাড়ছে ভারতীয় বক্সিং মহলে।