মুম্বই: বিগ বস আর সলমন খান, দুটো নাম যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে। বিগ বস টেলিভিশনের একাধারে জনপ্রিয় অন্যদিকে বিতর্কিত রিয়েলিটি শো-ও বটে। বিগ বসের শুরু থেকে সঞ্চালক হিসেবে হয়তো বলিউডের ভাইজান ছিলেন না। কিন্তু, পরবর্তীতে হোস্ট হিসেবে এলেও শো-এর অন্যতম আকর্ষণে তিনিই থাকেন। সম্প্রতি শোনা যাচ্ছে, জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের সঞ্চালক নাকি বদলে যাচ্ছে। এমন গুঞ্জনের পর থেকেই মন খারাপ ভাইজানের ভক্তদের। পাশাপাশি প্রশ্ন উঠে আসছে অনেকগুলো। বিগ বসের জনপ্রিয়তা যেমন অনেকটা নির্ভর করে শো-এর উপর। আবার অনেকটাই নির্ভর করে সলমন খানের জনপ্রিয়তার উপর। সঞ্চালক যদি বদলে যায়, সেক্ষেত্রে বিগ বসের জনপ্রিয়তায় কি কোনও প্রভাব পড়তে পারে? এমনও প্রশ্ন উঠছে।


সম্প্রতি জানা যাচ্ছে, টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও সম্প্রচারিত হবে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। জানা যাচ্ছে, টেলিভিশন ভার্সনে হোস্ট হিসেবে বলিউড সুপারস্টার সলমন খানই থাকছেন। পাশাপাশি এমনও জানা যাচ্ছে, বিগ বসের ডিজিটাল ভার্সনে হোস্ট হিসেবে থাকতে চলেছেন সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিল। প্রসঙ্গত, সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিল দুজনেই বিগ বস সিজন ১৩-র প্রতিযোগী ছিলেন। শুধু তাই নয়, সিদ্ধার্থ শুক্ল বিগ বস সিজন ১৩ জিতেওছিলেন। এবং এঁদের দুজনেরই জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে। ভক্তরাও এঁদের দুজনকে 'সিডনাজ' নামেই সম্বোধন করে থাকেন। তাই, এই দুই তারকার ভক্তরা যে এই খবরে খুশি হবেন, তা বলাই বাহুল্য। যদিও জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি।


প্রসঙ্গত, ভুট-এর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করা হয়। যেখানে বলা হচ্ছে যে, 'আমরা তো প্রচণ্ড উত্তেজনা অনুভব করছি আপনাদের সঙ্গে এরকম একটা দুর্দান্ত খবর শেয়ার করার জন্য। আপনারা আন্দাজ করুন তো এই জুটিটা কারা হতে পারে। আমরা আপনাদের বলার জন্য মুখিয়ে রয়েছি। তবে, একটু তো ধৈর্য ধরুন। সবটা প্রকাশিত হওয়ার জন্য।' ট্যুইটটিতে সিদ্ধার্থ শুক্ল বা শেহনাজ গিলের নাম না উল্লেখ করা হলেও #SidNaaz নামে একটি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। যা থেকে দুই অভিনেতার অনুরাগীরা সুখবরটা খানিকটা আন্দাজ করতেই পারছেন। আপনার কী মনে হয়?